স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে ধুম-ধারাক্কার চার ছক্কার অপেক্ষায় থাকা দর্শকদের হতাশাই করেছে বৃষ্টি। মিরপুরের হোম অব ক্রিক্রেটে বৃষ্টি বাঁধায় নির্ধারিত সময়ে মাঠে গড়ায়নি বিপিএলের উদ্বোধনী ম্যাচ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস।
শুক্রবার দুপুর আড়াইটায় ম্যাচটি শুরুর কথা ছিলো। সে অনুযায়ী দুপুের টসও করেন দুই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও ড্যারেন স্যামি। কিন্তুু বৃষ্টির কারণে িবকেল ৪টা ৫৫ মিনিটে আম্পায়াররা ম্যাচ পরিত্যাক্ত ঘোষনা করে দু’দলকেই পয়েন্ট ভাগ করে দেন।
ফলে হতাশাই হতে হয়েছে দর্শকদেরকে। বৃষ্টি বাঁধা মাড়িয়ে বিপিএলের উদ্বোধনী ম্যাচ দেখতে আসা দর্শকদের অপেক্ষায়ই থাকতো হলে পরবর্তী ম্যাচের জন্য।
বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে পাঁচ ওভারের ম্যাচ আয়োজনের একটা সম্ভাবনা ছিল। দর্শকরাও মাশরাফি-সাব্বিরদের খেলা উপভোগের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টি না থামায় সবাইকে নিরাশই হতে হলো।
সন্ধ্যা সোয়া ৭টায় খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। যদি বৃষ্টি বাঁধ না সাধে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০