হন্ডুরাস-জ্যামাইকা ম্যাচে আর্জেন্টিনা স্কোয়াড ঘোষণা

0
45

স্পোর্টস ডেস্কঃ আসন্ন কাতার বিশ্বকাপের প্রস্তুতির জন্য হন্ডুরাসের বিপক্ষে খেলবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর জ্যামাইকার বিপক্ষেও মাঠে নামবে বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা। ২৮ সেপ্টেম্বর হবে এই ম্যাচ। এই দুটি ম্যাচের জন্য ৩২ সদস্যের আর্জেন্টিনা দল ঘোষণা করেছে কোচ লিওনেল স্কালোনি।

চলতি মাসের ফিফা উইন্ডোতে ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের পণ্ড হওয়া ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ম্যাচটি শেষ পর্যন্ত আর মাঠে গড়াবে না। তাই প্রস্তুতির জন্য হন্ডুরাসকেই বেছে নিয়েছে আর্জেন্টিনা। এরপর জ্যামাইকার বিপক্ষেও প্রস্তুতির অংশ হিসেবে প্রীতি ম্যাচে খেলবে তারা।

বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে হন্ডুরাস-জ্যামাইকা ম্যাচের আর্জেন্টিনা স্কোয়াডে নাম আছে লিওনেল মেসিসহ নিয়মিত সকল ফুটবলারদের। রোববার রাতে কোচ স্কালোনির ঘোষিত স্কোয়াডে আছেন চোট শঙ্কায় থাকা আনহেল ডি মারিয়া।

আর্জেন্টিনা স্কোয়াড-

গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি, জেরোনিমো রুলি, এমিলিয়ানো মার্টিনেজ ও হুয়ান মুসো

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, লুকাস মার্টিনেজ কোয়ার্টা, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আকুনা, ফ্যাকুন্ডো মেদনিনা ও নেহুয়েন পেরেজ।

মিডফিল্ডার: নিকোলাস গঞ্জালেজ, লুকাস ওকাম্পোস, লিয়েন্দ্রো পেরেদেস, গুইডো রদ্রিগেজ, রদ্রিগো ডি পল
জিওভানি লো সেলসো, আলেজান্দ্রো গোমেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ,

ফরোয়ার্ড: আনহেল ডি মারিয়া, আনহেল কোরেয়া, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, জোয়াকিন কোরেয়া, পাওলো দিবালা, থিয়াগো আলামাদা ও লিওনেল মেসি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here