হবিগঞ্জ জেলা দল ঘোষণা

0
181

হবিগঞ্জ প্রতিনিধি:: জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের জন্য হবিগঞ্জ জেলা দল ঘোষণা করা হয়েছে। ৪১তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে হবিগঞ্জ জেলা দল টায়ার একে খেলবে। সাতক্ষীরা ভেন্যুতে ম্যাচ হবে হবিগঞ্জের।

১৪ সদস্যের হবিগঞ্জ জেলা দলে কোচের দায়িত্বে আছেন তুষার। ম্যানেজারের দায়িত্বে আছেন হুমায়ুন কবির সাহেদ। সাতক্ষীরার উদ্দেশ্যে বুধবার রাতেই রওয়ানা দিয়েছে হবিগঞ্জের ক্রিকেটাররা।
হবিগঞ্জ প্রথম বিভাগ ক্রিকেট লিগে পারফর্মারদের মধ্য থেকেই বাছাই করা হয়েছে জেলা দল। দলের অধিনায়ক করা হয়েছে তৌফিককে। সহকারী অদিনায়ক সাহিদুর।

হবিগঞ্জ জেলা দল:: তৌফিক (অধিনায়ক), সাহিদুর, শাকিল, জয় হোসেন, হৃদয় দেব, টগর, হিমেল, সোহাগ রহমান, এনামুল হক, সজীব, মুস্তাকিম, জিমি, এমরান ও বরকতউল্লাহ শুভ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here