স্পোর্টস ডেস্ক:: শেখ হাসিনার সরকারের বিদায়ের পর অবশেষে ঘরোয়া ক্রিকেটের কার্যক্রম কিছুটা বিলম্বে হলেও শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বয়স ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন শুরু করেছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। সিলেট বিভাগে আগামিকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বয়স ভিত্তিক ক্রিকেটের কার্যক্রম।
বিসিবির গেইম ডেভেলপমেন্ট কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ ক্রিকেট প্রতিযোগিতা শুরু হচ্ছে। এলক্ষ্যে জেলা দলগুলো গঠনের কার্যক্রম শুরু করা হয়েছে। বিসিবির কোচরা জেলায় জেলায় গিয়ে বাছাই কার্যক্রম সম্পন্ন করবেন। সিলেট বিভাগে হবিগঞ্জ জেলা দিয়ে শুরু হবে বাছাই। এরপর মৌলবীবাজার, সিলেট ও সুনামগঞ্জ জেলা দিয়ে শেষ হবে বাছাইয়ের কার্যক্রম।
বিসিবির সিলেট বিভাগীয় কোচ, জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাজমুল হোসেন বাছাই কার্যক্রম পরিচালনা করবেন। কাল মঙ্গলবার হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে জেলা পর্যায়ের বাছাই শুরু হবে। জেলা অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ দলগুলোতে খেলতে আগ্রহী ক্রিকেটারদের বাছাইয়ে উপস্থিত হতে হবে।
বয়স প্রমাণের ক্ষেত্রে ক্রিকেটারদেকর ডিজিটাল জন্মনিবন্ধন সনদের মূল মূল কপি পিএসসি বা জেএসসির ছবিযুক্ত রেজিষ্ট্রেশন কার্ড ও এসএসসি পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে। বাছাইয়ে উত্তীর্ণ ক্রিকেটারদের মেডিকেলও একই দিন সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।
১ লা সেপ্টেম্বর ২০১০ এর পর জন্মগ্রহণকারী ক্রিকেটাররা অনূর্ধ্ব_-১৪, ১ লা সেপ্টেম্বর ২০০৮ সালের পরে জন্মগ্রহণকারী ক্রিকেটাররা অনূর্ধ্ব-১৬ ও ১লা সেপ্টেম্বর ২০০৬ এর পরে জন্মগ্রহণকারী ক্রিকেটাররা অনূর্ধ্ব-১৮ দলের বাছাইয়ে অংশ নিতে পারবেন।
যথা সময়ে ক্রিকেটারদের স্ব স্ব প্রয়োজনী ক্রীড়া সামগ্রীসহ হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন বাংলাদেম ক্রিকেট বোর্ডের হবিগঞ্জ জেলা কোচ মঈন তালুকদার সাচ্চু।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০