হরমনপ্রিতের আচরণে হতাশ আফ্রিদি

0
73

স্পোর্টস ডেস্কঃ ভারত নারী দলের অধিনায়ক হরমনপ্রিত কৌরকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটিতে ব্যাট দিয়ে স্টাম্প ভেঙে এবং আম্পায়ারদের নিয়ে বিষ্ফোরক মন্তব্য করায় শাস্তি পেয়েছেন তিনি। সেই ম্যাচ শেষে পুরষ্কার বিরতণী পর্বেও বিতর্কিত কাণ্ড করেছিলেন হরমনপ্রিত।

আইসিসির লেভেল-২ ধারার অপরাধ করায় হরমনপ্রিতকে দুই ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি তাঁর ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানাও করা হয়েছে। সঙ্গে তিনটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। আর লেভেল-১ ধারার অপরাধ করায় ম্যাচ ফি-এর আরও ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। এছাড়া যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। ফলে বড়সড় শাস্তি পেলেন ভারত অধিনায়ক।

হরমনপ্রিতের আচরণে হতাশ হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটা কেবল ভারতে নয়। আমরা এমন ঘটনা অতীতেও দেখেছি। যদিও নারী ক্রিকেটে সচরাচর এমন কিছু দেখা যায় না। এটা খুব বাড়াবাড়ি হয়ে গেছে। আইসিসির অধীনে এটা একটা বড় ইভেন্ট ছিল। এই শাস্তির মাধ্যমে, আপনি ভবিষ্যতের জন্য একটি উদাহরণই স্থাপন করলেন। আপনি ক্রিকেটে আক্রমণাত্মক হতে পারেন। ক্রিকেটে নিয়ন্ত্রিত আগ্রাসী মনোভাব ভালো, তবে এটা খুব বেশি হয়ে গেছে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here