নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ এবং ভারত নারী দলের মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ টাই হয়েছে। রুদ্ধশ্বাস, রোমাঞ্চকর লড়াইয়ের ম্যাচটি একেবারে শেষ ওভারে গিয়ে অমীমাংসিত থেকে যায়। ১-১ সমতায় শেষ হয় তিন ম্যাচের সিরিজটিও। তবে শেষ ম্যাচের আম্পায়ারিং নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আম্পায়ারিং নিয়ে নিজেদের অসুন্তুষ্টির কথা জানান সরাসরি।
আম্পায়ারিং নিয়ে ক্ষোভ ঝেড়ে হরমনপ্রীত বলেন, ‘আমার মনে হয় অনেক কিছু শেখার আছে এই ম্যাচ থেকে। আর ক্রিকেটের বাইরে, যে ধরনের আম্পায়ারিং হয়েছে তা আমাকে অনেক অবাক করেছে। পরে যখন আমরা আবার বাংলাদেশে আসবো, এই ধরনের আম্পায়ারিং মোকাবিলা করতে হবে সেটা নিশ্চিত করেই আসব, সেই অনুযায়ী প্রস্তুতিও নেব।’
এদিকে ভারত অধিনায়কের বক্তব্যে রীতিমতো অবাক হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি বলেন, ‘আম্পায়ার যে সিদ্ধান্তগুলো দিয়েছেন, সবগুলোর সঙ্গে আমরা সম্পূর্ণ একমত। আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। যেভাবে বলেছে (হরমনপ্রিত) আমি মনে করি আমাদের বোর্ড টু বোর্ড কথা হবে (বিসিবি ও বিসিসিআই)। আম্পায়াররা তাদের যে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার বিষয় সেগুলো নেবেন। ম্যাচ রেফারি ছিলেন, তার রিপোর্টে এ বিষয়গুলো নিয়ে আসবেন। তখন আমরা দেখব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০