হল্যান্ডদের জয়রথ থামিয়ে ব্রাইটন ইউরোপা লিগে

0
247

স্পোর্টস ডেস্ক:: টানা ১২ জয়ের পর চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে থামতে হলো। হল্যান্ডদের জয়রথ থামিয়ে উয়েফা ইউরোপা লিগে উঠলো ব্রাইটন। ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার রাতের ম্যাচে সিটিকে রুখে দিয়েছে দলটি। তাতেই ইউরোপের মঞ্চে এলে তারা।

পেপ গার্দিওয়ালার দল প্রিমিয়ার লিগের শিরোপা অবশ্য আগেই ঘরে তুলেছে। কিন্তুু এই পয়েন্ট হারানো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে বড় ধাক্কা হয়ে এলো দলটির। আগামি ১০ জুন ইস্তাম্বুলে ইন্টার মিলানের বিপক্ষে ইউরোপ সেরা হওয়ার লড়াইয়ে মাঠে নামবে।

নিজেদের চেনা আঙিনায় উজ্জীবিত ব্রাইটন যেনো পণ করেই নেমেছিলো ইউরোপা লিগে যাবে। পিছিয়ে পড়েও তাই সমতায় ফিরেছে। বাকীটা সময় নিজেদের রক্ষণ আগলে রেখে গুরুত্বপূর্ণ ‘ড্র’ নিয়ে মাঠ ছেড়েছে তারা।

প্রথমার্ধে এগিয়ে যাওয়া সিটি লিড ধরে রাখতে পারেনি। শেষ পর্যস্ত ১-১ গোলের গোলের ম্যাচে পয়েন্ট ভাগ মাঠ ছাড়ে দুই দল। শিরোপার দৌড়ে থাকা আর্সেনালকে টপকে প্রিমিয়ার লিগে শিরোপা নিজেদের ঘরে তুলে সিটি। শিরোপা জয়ের রেশ কাটতে না কাটেতই পয়েন্ট হারাতে হলো তাদেরকে। এগিয়ে গিয়েও জেতা হলো না। এই ‘ড্র’য়ে আগামি মৌসুমে ইউরোপা লিগে খেলা নিশ্চিত করলো ব্রাইটন।

ম্যাচের প্রথমার্ধেই লিড নেয় ম্যানচেস্টার সিটি। ২৫তম মিনিটে ফিল ফোডেন গোল করে দলকে এগিয়ে দেন ১-০ ব্যবধানে। শিরোপা নিশ্চিত করা দলটি লিড ধরে রাখতে পারেনি বেশি সময়। চেনা আঙিনায় মাঠে নামা উজ্জীবিত ব্রাইটন দ্রুতই ফেরে সমতায়।

ইউরোপা লিগ খেলার মিশনে মাঠে নামা ব্রাইটন ম্যাচের ৩৮তম মিনিটেই সমতায় ফেরে। জুলিও এনসিসো দারুণ এক গোল করে স্কোর লাইন ১-১ করেন। সমতায় ম্যাচ রেখেই বিরতিতে যায় দুই দল।

বিরতির পর হল্যান্ডরা আক্রমণ করেন বেশ কয়েকটি। কিন্তুু প্রতিপক্ষের জালের দেখা পাননি। শেষ পর্যন্ত তাই টানা ১২ জয়ের পর পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়তে হয় তাদেরকে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here