হল্যান্ডের গোলে ৩ পয়েন্ট নিয়ে আরো এগোল ম্যানচেস্টার সিটি

0
42

স্পোর্টস ডেস্ক:: ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা আর্সেনালের আরো কাছে এগোল ম্যানচেস্টার সিটি। আর্লিং হল্যান্ডের গোলে ক্রিষ্টাল প্যালেসকে ১-০ গোলে হারিয়েছে দলটি। শিরোপার দৌড়ে আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস নিচ্ছে সিটি।

আর্লিং হল্যান্ড একমাত্র গোলটি আদায় করেছেন পেনাল্টি থেকে। দুর্দান্ত খেলেও ম্যানসিটি গোলের দেখা পাচ্ছিলো না। শেষ পর্যন্ত তারা জিতেছে ১-০ ব্যবধানে দ্বিতীয়ার্ধে পাওয়া পেনাল্টি থেকেই। ম্যাচের ৬৭ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণ রাখলেও গোল করতে পারছিলো না দলটি।

সিটির ৬০৯ পাসের বিপরীতে ক্রিষ্টাল প্যালেসের পাস ছিলো মাত্র ২৮৬টি। এতেই বোঝা যাচ্ছে ম্যানচেস্টার সিটি কতটা দুর্দান্ত খেলেছে। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি তারা। ক্রিষ্টাল প্যালেস প্রথমার্ধে ছিলো গোলহীন। গোল শুন্য সমতায় রেখে বিরতিতে যেতে হয় দুই দলকে।

বিরতির পর সিটি গোলের জন্য মরিয়া হয়ে উঠে। আক্রমণের পর আক্রমণ করেও পাচ্ছিলো না জালের দেখা। ম্যাচের ৭৮তম মিনিটে পেনাল্টি করে দেয় সেই সুযোগ। নিজেদের বিপদ জনক সীমানায় ফাউল করে বসে ক্রিষ্টাল প্যালেস। পেপ গার্দিওলার দল সুযোগ কাজে লাগায়। আর্লিং হল্যান্ড পেনাল্টি শুট আউট থেকে গোল আদায় করেন। ১-০ গোলে এগিয়ে যায় সিটি।

সেলহার্স্ট পার্ক স্টেডিয়ামে ম্যাচের বাকী সময়ে কোনো দল আর গোলের দেখা পায়নি। ওই ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সিটি। ২৭ ম্যাচে ১৯ জয়ে তাদের পয়েন্ট এখন ৬১। শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৬৩। ২৬ ম্যাচে তারা জিতেছে ২০ ম্যাচ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here