স্পোর্টস ডেস্ক:: ম্যানচেস্টার সিটির তারকা হল্যান্ড ছুটছেন। এবার তার জোড়া গোলে রীতিমতো গোল উৎসব করে কোপেনহেগেনকে হারিয়েছে সিটি। এক তরফা ম্যাচে কোনো প্রতিরোধ গড়তে পারেনি প্রতিপক্ষরা। ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার সিটি।
পাঁচ গোলের ম্যাচের প্রথমার্ধেই এসেছে তিন গোল। যার একটি আত্মঘাতী। দ্বিতীয়ার্ধে এসেছে আরো দু’টি গোল। হল্যান্ড প্রথমার্ধেই নিজের জোড়া গোল পূর্ণ করে নেন। এই জয়ে জি গ্রুপে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরো মজবুত করলো দলটি।
ম্যানচেস্টার ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতের ম্যাচটিতে কোপেনহেগেন কোনো সুবিধাই করতে পারেনি।
প্রতিপক্ষের জালে গোল দেওয়া দূরের কথা, প্রথমার্ধে নিজেরা নিজেরাই খেয়েছে গোল।
ম্যাচের সপ্তম মিনিটেই হল্যান্ডের গোলে লিড নেয় সিটি। আধঘন্টার মাথায় জোড়া গোল পূর্ণ করেন সিটির এই সেরা তারকা। ৩২তম মিনিটেই দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। প্রথমার্ধে ব্যবধান আরো বড় হয়ে যায়। ম্যাচের কওচলাভার আত্মঘাতী গোলে কোপেনহেগেন পিছিয়ে পড়ে ৩-০ ব্যবধানে। এগিয়ে থেকেই বিরতিতে যায় সিটি।
বিরতির পর দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে শুরুর ধারাবাহিকতা ধরে রাখে ম্যানসিটি। ম্যাচের ৫৫তম মিনিটে দলটি এগিয়ে যায় ৪-০ গোলে। কোপেনহেগের খেলোয়াড় ফাউল করলে পেনাল্টি পাল সিটিট। রিয়াদ মাহরেজ স্পট কিক থেকে গোল আদায় করেন।
ম্যাচের ৭৬তম মিনিটে কোপেনহেগেনের কফিনে শেষ পেরেক ঠুকে দেন হুলিয়ান আলভারেস। তার গোলেই ম্যানচেস্টার সিটি এগিয়ে যায় ৫-০ গোলের ব্যবধানে। ম্যাচের বাকী সময় আর কোনো গোল হয়নি। তাই বড় জয় নিয়েই মাঠ ছাড়ে পেপ গুয়ার্দিওলার দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০