স্পোর্টস ডেস্ক:: একই দিনে শেষ হওয়া আগের ম্যাচ জিতে লিভারপুল পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিলো। তাদের শীর্ষ স্থান বেশিক্ষণ থাকেনি। আর্লিং হল্যান্ড-আলভারেজদের গোলে ব্রাইটনকে ২-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছে ম্যানচেস্টার সিটি।
নয় ম্যাচে সাত জয় ও দুই হারে ২১ পয়েন্ট নিয়ে টেবিল টপার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। হারলেও ব্রাইটন লড়াই করেছে শেষ পর্যন্ত। সমানে সমান লড়াইয়ে শুরুতে দুই গোল হজম ব্রাইটন দ্বিতীয়ার্ধে এক গোল শোধ দিলেও ম্যাচে ফিরতে পারেনি।
ম্যাচের শুরুতেই লিড নেয় গার্দিওলার শিষ্যরা। ৭ম মিনিটে আলভারেজের গোলে ১-০তে এগিয়ে যায় দলটি। লিডে থাকা দলকে কুড়ি মিনিটেই আরো ব্যবধান এনে দেন আর্লিং হল্যান্ড। গত মৌসুমের রেকর্ড গোলদাতা ম্যাচের ২০তম মিনিটে সিটিকে এগিয়ে দেন ২-০ গোলে।
শুরুতেই দুই গোল হজম করা ব্রাইটন প্রথমার্ধে আর সমতায় ফিরতে পারেনি। সিটিও ব্যবধান আর বাড়াতে পারেনি। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দলটি।
বিরতির পর ব্রাইটন ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে। আক্রমণের পর আক্রমণ করতেও থাকে দলটি। ম্যাচের ৭৩তম মিনিটে আনসু ফাতির গোলে ব্যবধান কমায় দলটি।তবে শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি। ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদেরকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post