নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নামছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সাকিবদের বিপক্ষে তামিম-মুশফিক-রিয়াদদের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। এর আগে হয়ে গেছে ম্যাচের টস।
আর সেই টস জিতেছেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ফিল্ডিং করতে নামছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর রাইডার্স।
আসরে দুই দলের প্রথম দেখায় রংপুর রাইডার্সকে হারিয়েছে ফরচুন বরিশাল। যার ফলে রংপুরের কাছে এটি প্রতিশোধের ম্যাচ। এদিকে রংপুর ইতিমধ্যেই প্লে-অফ নিশ্চিত করলেও, বরিশাল নিশ্চিত করতে পারেনি। ভালোভাবে প্লে-অফে যেতে বরিশাল জয় ছাড়া কিছুই ভাবছে না।
ফরচুন বরিশাল একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), টম ব্যান্টন, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, কাইল মায়ার্স, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, ওবেদ ম্যাক’য়, কেশভ মহারাজ ও কামরুল ইসলাম রাব্বি।
রংপুর রাইডার্স একাদশ
নুরুল হাসান সোহান (অধিনায়ক), মুমিনুল হক, ব্র্যান্ডন কিং, সাকিব আল হাসান, শেখ মেহেদী, জিমি নিশাম, টম মুরস, ডোয়াইন প্রিটোরিয়াস, শামীম পাটোয়ারি, হাসান মাহমুদ ও আবু হায়দার রনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post