স্পোর্টস ডেস্কঃ স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে ইউরো শুরু করা জার্মানি এবার পূর্ণ ৩ পয়েন্ট পেয়েছে হাঙ্গেরি ম্যাচে। তাতে এবারের ইউরোর শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে জার্মানরা। বুধবার হাঙ্গেরির বিপক্ষে ২-০ গোলে জিতেছে তারা। নিজে একটি গোল করে ও সতীর্থকে দিয়ে একটি করিয়ে জার্মানির জয়ে বড় অবদান রাখেন অধিনায়ক ইলকাই গিনদোয়ান। এ জয়ে ৬ পয়েন্ট এবং ৬ গোলে এগিয়ে থাকার সুবিধা নিয়ে নকআউট পর্বে পৌঁছে গেল স্বাগতিকরা।
স্টুটগার্টে ম্যাচের ২০ সেকেন্ড না পেরোতেই প্রথম গোল হজম করে বসতে পারত জার্মানি। ম্যানুয়াল নয়্যারের দৃঢ়তায় অল্পের জন্য সে যাত্রায় বেঁচে যায় স্বাগতিকরা। এরপরই অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ নেয় জার্মানি। মাঝমাঠ নিজেদের দখলে রেখে আক্রমণে গিয়ে সুযোগ তৈরির চেষ্টা করে তারা। ১১ মিনিটের মাথায় জার্মানিকে এগিয়ে দেওয়ার দরুণ একটি সুযোগ কাজে লাগাতে পারেন নি কাই হাভার্টজ। গোলরক্ষককে একা পেয়েও শেষ পর্যন্ত গোল আদায় করতে ব্যর্থ হন তিনি। ২২তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। বক্সে জার্মান অধিনায়ক গিনদোয়ান পাস দেন জামাল মুসিয়ালাকে। জটলার ভেতর থেকে জাল খুঁজে নেন তরুণ ফরোয়ার্ড। ৬৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জার্মানরা। মাক্সিমিলিয়ানোর পাস ফাঁকায় পেয়ে প্রথম স্পর্শে শটে জালে পাঠান গিনদোয়ান। ইউরোয় বার্সেলোনার এই মিডফিল্ডারের প্রথম গোল এটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post