হাড্ডা-হাড্ডি লড়াই আশা বাঁচিয়ে রাখলো জার্মানি

    0
    87

    স্পোর্টস ডেস্ক:: হারলে বিদায় নিশ্চিত ছিলো, অসাধারণ এক ‘ড্র’তে আপাতত টিকে থাকার আশা বেঁচে থাকলো চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির। হাড্ডা-হাড্ডি লড়াইয়ে স্পেনের সঙ্গে ১-১ গোলের ড্র’তে আপাতত বিশ্বকাপ টিকে থাকলো থমাস মুলার-ন্যয়াররা।

    তবে সেই সম্ভাবনা খুবই কম। ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে আছে সাবেক চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৪ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে স্পেন। শেষ ম্যাচে কোস্টারিকাকে হারাতে হবে, সঙ্গে কামনা করতে হবে অন্যদের হার। তবেই শেষ ষেলোর টিকিট মিলবে সবশেষ ২০১৪ সালে চ্যাম্পিয়ন হওয়া দলটির।

    দারুণ লড়াইয়ের দুই দলের ম্যাচটির দুই গোলই এসছে দ্বিতীয়ার্ধে। ৬২তম মিনিটে স্পেন এগিয়ে যায়। লড়াইয়ে ফিরতে শেষ পর্যন্ত চেষ্টা করতে হয় জার্মানিদের। ম্যাচের শেষ দিকে ৮৩তম মিনিটে সমতায় ফেরে দলটি। শেষ মুহুর্তে কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি তারা।

    আক্রমণ-পাল্টা আক্রমণ। দরুণ রোমাঞ্চকর এক লড়াই দেখেছে ফুটবল বিশ্ব। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানদের কাতার বিশ্বকাপে অস্তিত্ব রক্ষার লড়াই। স্পেনের বিপক্ষে হারলেই বিদায় কাতার থেকে। এমন সমীকরণের ম্যাচে প্রথমার্ধ শেষ হয় গোল শুন্যতে।

    ফুটবলের মহারণে যেনো ‘মহাযুদ্ধ’ চলে জার্মান-স্পেনের। যে লড়াইয়ে কেউ এগিয়ে যেতে পারেনি। তাতে হতাশ জার্মানের সমর্থকেরা। প্রথমার্ধে আক্রমণের পর আক্রমণ করেও মিলেনি সাফল্য। শেষ দিকে গিয়ে গোল করেও লিড নিতে বঞ্চিত জার্মান। দুর্ভাগা অফসাইডে বাতিল হয়েছে এগিয়ে যাওয়ার গোল। শেষ পর্যন্ত তাই গোল শুন্য সমতায় ম্যাচ রেখে বিরতিতে যেতে হয়েছে টমাস মুলারদের।

    ম্যাচের শুরু থেকেই শুরু দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণের ‘মহড়া’। দারুণ এক ফুটবলীয় যুদ্ধ। কেউ কাউকে ছাড় দিচ্ছে না। জার্মানি আক্রমণ করছে তো পরক্ষণেই আক্রমণে স্পেন। প্রথমার্ধের শেষ দিকে ন্যয়াররা সুযোগ পেয়ে ছিলেন এগিয়ে যাওয়ার। তবে আর লিড নেওয়া হয়নি।

    ম্যাচের ৪০তম মিনিটে রদ্রিগের গোলে লিড নিয়েছিলো জার্মানি। পরক্ষণেই ভিএআর রেফারি জানিয়ে দেন, অফসাইড। গোলটি বাতিল হয়ে যায়। জার্মানদের আর এগিয়ে যাওয়া হয়নি।

    দ্বিতীয়ার্ধে আক্রমণের পসরা সাজায় দুই দলই। ম্যাচের ৬২তম মিনিটে সাফল্যের দেখা পেয়ে যায় স্পেন। আলব্রো মোরাতার অসাধারণ এক গোলে লিড নেয় তারা। ৫৬তম মিনিটে বদলীয় এই খেলোয়াড় কোচের আস্থার প্রতিদান দিয়ে দ্রুতই করেন গোল।

    পিছিয়ে পড়া জার্মানি বাঁচা-মরার ম্যাচে মরণ কামড় দেয়। একাধিক বদলও করেন কোচ। একের পর এক আক্রমণ করে মিলছিলো তা গোলের দেখা। ম্যাচের অন্তিম সময়ে ফুলক্রুগ ত্রাণা হতে জার্মানিদের। সুপার সিক্সটিনের আশা বেঁচে যায় তার অসাধারন এক গোলে। ৮৩তম মিনিটে তিনিই স্কোর লাইন ১-১ করে।

    শেষ দিকে একের পর এক আক্রমণ করে জার্মান। সুযোগ আসে কয়েকটি। তবে আর জয় পাওয়া হয়নি। বাধ্য হয়েই ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদেরকে। তাতে খুব একটা অস্বস্তি না হলেও আপাতত স্বস্তি মিলেছে। শেষ ম্যাচে কোস্টারিকাকে হারাতেই হবে ন্যয়ারদের।

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here