স্পোর্টস ডেস্ক:: ছুটি কাটিয়ে ঢাকায় ফেরার কথা থাকলেও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ঢাকায় আসেননি। গত রাতে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও কোচ ফিরেননি দেশে। তবে টিক কি কারণে তিনি দেশে ফেরেননি সেটাও জানা যায়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)ও কোচ ইস্যুতে কোনো মন্তব্য করেনি।
গত রাতে ঢাকায় ফিরে ১৩ ও ১৪ সেপ্টেম্বর জাতীয় দলের অনুশীলনে উপস্থিত থাকার কথা ছিলো লঙ্কান কোচের। এরপর ১৫ সেপ্টেম্বর দলের সঙ্গে ভারত সফরে যাওয়ার সূচি রয়েছে।
এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে জানানো হয়েছিল, ছুটি শেষ করে ১২ তারিখ রাতে ফিরে আসবেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
লঙ্কান কোচ ঢাকায় ফিরবেন নাকি সরাসরি ভারতে গিয়ে দলের সাথে যোগ দেবেন সেটাও জানা যায়নি। ফারুক আহমদের নেতৃত্বাধীন বোর্ড দায়িত্বে আসার পর থেকেই হাথুরুসিংহেকে নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। চাকরিচ্যুত হতে পারেন এই কোচ। এমন অবস্থায় তার ঢাকায় না ফেরা রহস্যের জন্ম দিয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০