স্পোর্টস ডেস্কঃ উয়েফা নারী ইউরোয় বুধবার রাতে মাঠে নামছে ইংল্যান্ড। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে খেলবে থ্রি-লায়ন্সদের নারী দল। তবে এই ম্যাচে দলের মূল গোলরক্ষক হান্নাহ হ্যাম্পটনকে পাচ্ছে না স্বাগতিকরা। ব্রাইটনের মাঠে নামার আগে করোনা আক্রান্ত হয়েছেন তিনি।
হান্নাহর করোনা প্রসঙ্গে ফুটবল এসোসিয়েশন (এফএ) জানায়, ‘২১ বছর বয়সি হান্নাহকে নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যত দ্রুত সম্ভব তিনি তিনি দলে ফিরবেন।’ এর আগে করোনায় আক্রান্ত হয়েছেন দলটির কোচ সারিনা উইগম্যান।
গ্রুপ পর্বে ইংল্যান্ড হারিয়েছে অস্ট্রিয়া, নরওয়ে ও উত্তর আয়ারল্যান্ডকে। এর মধ্যে অস্ট্রিয়ানদের বিপক্ষে নূন্যতম ব্যবধানে জিতলেও নরওয়ে-উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে গোল উৎসব করেছে ইংলিশরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০