নিজস্ব প্রতিবেদক: জাতীয় ক্রিকেট লিগে রংপুরের বিপক্ষে নিজের ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেছেন সিলেটের তরুণ ক্রিকেটার উইকেট রক্ষক ব্যাটসম্যান জাকির হাসান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্টিত রংপুর-সিলেটের ম্যাচে ১ম ইনিংসে সিলেটের হয়ে ব্যঅট করছেন জাকির হাসান। দলীয় ১শ৪৯ রানে নিজের ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন তিনি। ৯৩ বলে সাজানো তার ইনিংসে দুটি চার ও একটি ছক্কার মার রয়েছে।
অলক কাপালীকে নিয়ে ব্যাটিং করছেন জাকির হাসান। অলক কাপালী ৬৬ বলে ২৫ রানে অপরাজিত আছেন।
প্রথম ইনিংসে রংপুরের ২শ১৭ রানের জবাবে সিলেট ব্যাট করছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সিলেট ৫৮.২ ওভারে ৪ উইকেটে ১শ৪৯ রান সংগ্রহ করেছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০