নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। সিটি ক্লাবকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে দলটি। গাজী গ্রুপের কাছে পাত্তায়ই পায়নি সিটি ক্লাব। এই জয়ে ১৪ পয়েন্ট নিয়ে শেষ দল হিসেবে সুপার লিগে নাম লিখিয়েছে দলটি। মাঝারি সংগ্রহের ম্যাচেও দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন হাবিবুর রহমান। ১০২ রানের ইনিংস খেলে হয়েছেন ম্যাচ সেরা ক্রিকেটারও।
নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে থাকে সিটি ক্লাব। শেষ পর্যন্ত দলটি ৪৯.৩ ওভারে ১৮০ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে ৩টি করে চার ও ছয়ের মারে ২৯ বলে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেন হাসান। রাফসান আল মাহমুদ খেলেন ৩৭ রানের ইনিংস। রায়হান রাফসানের ব্যাট থেকে আসে ২৫ রান।
গাজী গ্রুপের হয়ে রুয়েল মিয়া ১৯ রানে ৩ উইকেট শিকার করেন। আসরজুড়েই দুর্দান্ত বোলিং করছেন এই বাঁহাতি পেসার। এছাড়া হুসনে হাবিব, মইন খান ও আব্দুল গাফফার ২টি করে উইকেট লাভ করেন।
১৮১ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই আক্রমণাত্বক গাজী গ্রুপ। তবে চতুর্থ ওভারের তৃতীয় বলে ২২ রানের উদ্বোধনী জুটি ভাঙে অধিনায়ক মেহেদী মারুফের বিদায়ে। তবে এরপরই ১৩১ রানের অসাধারণ জুটি গড়েন আনিসুল ইসলাম ও হাবিবুর রহমান। ৫০ বলে ১০ বাউন্ডারি ও ১ ছক্কায় ৬১ রানের ইনিংস খেলে আনিসুল আউট হলে ভাঙে সেই জুটি। কিন্তু পরবর্তীতে আর কোনো উইকেট হারিয়ে সাব্বির হোসেনকে সাথে নিয়ে একেবারে ম্যাচ শেষ করে নামেন হাবিবুর।
মাত্র ২৪.১ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। শেষ দিকে অতি আক্রমণাত্বক ব্যাটিংয়ে সেঞ্চুরি পূরণ করেন হাবিবুর। ৮১ বলে ১০ বাউন্ডারি ও ৬ ছক্কার মারে ১০২ রান করে অপরাজিত থাকেন এই ব্যাটার।
সিটি ক্লাবের হয়ে ১০ ওভারে ৮৬ রান খরচায় ২ উইকেট একাই নেন ময়নুল ইসলাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post