হামজাকে চেয়ে বাফুফের চিঠির জবাব দিলো লেস্টার সিটি

0
107

স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশী বংশোদ্ভুত বৃটিশ ফুটবলার হামজা চৌধুরীকে জাতীয় দলে খেলাতে চেয়ে তার ক্লাব লেস্টার সিটিকে চিঠি দিয়ে ছিলো বাংলাদেশ ফুটবল ফেডারশন (বাফুফে)। লেস্টার সিটি চিঠির জবাব দিয়েছে।

জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিকদের। লেস্টার সিটির চিঠির বিষয়টি নিয়ে জাতীয় দল কমিটির বৈঠকেও আলোচনা করা হয়েছে। ক্লাবটি জানিয়েছে, বাফুফের চিঠি তারা পেয়েছে। সিদ্ধান্ত পরে জানাবে।

বৈঠক শেষে নাবিল আহমদ সাংবাদিকদের বলেন, ‘এর আগেও আমরা তার (হামজা) ক্লাবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। সাম্প্রতিক সময়েও করেছি। বিগত সময় তেমন উত্তর না পেলেও এবার একটি উত্তর পাওয়া গেছে। তবে সেই উত্তরও বেশ গতানুগতিক। তারা বলেছে, আমাদের চিঠি তারা পেয়েছে, বিষয়টি নিয়ে পরে জানাব। তিনি খেলতে চাইলে আমরা অবশ্যই স্বাগত জানাব।’

বাফুফের এই শীর্ষ কর্তা আরো বলেন, ‘হামজা চৌধুরী আমাদের গর্ব। তিনি ইংল্যান্ডের একটি শীর্ষ ক্লাবে খেলছেন। একটি সাক্ষাৎকারে বাংলাদেশে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন। সেখানে একটু খেয়াল করলে দেখা যাবে, আরো দুই বছর তিনি ইংল্যান্ডের হয়ে খেলার চেষ্টা করবেন, এরপর বাংলাদেশের হয়ে খেলার কথা বলেছেন।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here