স্পোর্টস ডেস্কঃ ২০২৪ আইপিএল জিতল কলকাতা নাইট রাইডার্স। রোববার ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে উড়িয়ে দিয়েছে ২০১২ ও ২০১৪ আসরের চ্যাম্পিয়নরা। ক্যালেন্ডারের হিসেবে ১০ বছর পর শিরোপা পুনরুদ্ধার করল ওপার বাংলার নামের দলটি। রোববার আগে ব্যাট করতে নামা হায়দরাবাদ অলআউট হয়ে যায় মাত্র ১১৩ রানে। জবাব দিতে নেমে ৮ উইকেটের বড় জয় পায় কলকাতা।
আগে ব্যাটিংয়ে নেমে মিচেল স্টার্ক ও আন্দ্রে রাসেলের বোলিং তোপে পড়ে হায়দরাবাদ। ইনিংসের পঞ্চম বলে অভিষেক শর্মাকে (৫) বোল্ড করেন মিচেল স্টার্ক। বিপজ্জনক ব্যাটার ট্র্যাভিস হেডকে তো দ্বিতীয় বল খেলতেই দিলেন না বৈভব অরোরা। অস্ট্রেলিয়ান ব্যাটার প্রথম বলেই রহমানউল্লাহ গুরবাজের ক্যাচ হন। রাহুল ত্রিপাঠীও (৯) দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। স্টার্কের বলে রমনদীপ সিংকে ক্যাচ দেন তিনি।
২১ রানে ৩ উইকেট হারানোর পর পাওয়ার প্লের শেষ ওভারে ১৭ রান দিয়ে বাজে বোলিংয়ের দৃষ্টান্ত তৈরি করেন বৈভব। বাকিটা সময় কলকাতার বোলারদের দাপট। ৭৭ রানে হায়দরাবাদের ৭ উইকেট পড়ে যায় আন্দ্রে রাসেলের বোলিংয়ে। টানা দুই ওভারে দুই উইকেট নেন উইন্ডিজ বোলার। দলীয় ৯০ রানে হার্ষিত রানার বলে শেষ প্রতিষ্ঠিত ব্যাটার আইনরিখ ক্লাসেন (১৬) বিদায় নেন। প্যাট কামিন্স জাতীয় দলের সতীর্থ মিচেল স্টার্কের হাতে জীবন পেয়ে দলীয় স্কোর একশ পার করেন। অবশ্য তারই হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন হায়দরাবাদ অধিনায়ক। ১৯ বলে ২ চার ও ১ ছয়ে তার করা ২৪ রানই ছিল দলের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। কামিন্সকে ফিরিয়ে কলকাতার সেরা বোলার রাসেল। ২.৩ ওভারে ১৯ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। এছাড়া দুটি করে উইকেট পান স্টার্ক ও বৈভব।
জবাব দিতে নেমে দ্বিতীয় ওভারেই সুনীল নারিনকে হারায় কলকাতা। পাট কামিন্সের ওভারের প্রথম বলে বিশাল ছক্কা হাকালেও পরের বলেই ক্যাচ দিয়ে ফেরেন এই অলরাউন্ডার। এরপরেই দারুণ ব্যাটিংয়ে কলকাতাকে জয়ের পথে রাখেন রহমানউল্লাহ গুরবাজ ও ভেঙ্কেটেস আয়ার। মাত্র ৯ ওভারেই ১০০ রান তুলে ফেলে কলকাতা। দ্বিতীয় উইকেটে এই দুজনে যোগ করেন ৯১ রান। গুরবাজ ৩২ বলে ৩৯ রানে ফিরে গেলে আয়ার ২৬ বলে ৫২ রানে অপরাজিত থেকে কলকাতার শিরোপা নিশ্চিত করেন। ভেঙ্কাটেশ জয়সূচক রান নেওয়ার পরই ডাগআউট থেকে মাঠে ছুটে যান কলকাতার ক্রিকেটাররা। মেতে ওঠেন তারা আনন্দ-উল্লাসে। স্ট্যান্ডে উচ্ছ্বসিত দেখা যায় ফ্র্যাঞ্চাইজিটির মালিকদের একজন, বলিউড তারকা শাহরুখ খানকে। এদিকে আইপিএল ফাইনালে সর্বনিম্ন স্কোর এটিই। ২০১৩ আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে রান তাড়ায় চেন্নাই সুপার কিংসের ৯ উইকেটে ১২৫ ছিল আগের সর্বনিম্ন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post