স্পোর্টস ডেস্কঃ আইপিএল চলাকালেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে গত মঙ্গলবার দেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। টাইগার এই পেসার চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন। তিন ম্যাচ খেলে ৭ উইকেট শিকার করেছেন তিনি।
গতকাল (বৃহস্পতিবার) দলের অন্য ক্রিকেটারদের সঙ্গে মার্কিন দূতাবাসে ফিঙ্গার প্রিন্ট দিতে দেখা গেছে মুস্তাফিজকে। ভিসার কাজ শেষ করে এরই মধ্যে চেন্নাইয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার। তবে ভ্রমণ ক্লান্তির কারণে একাদশে থাকার সম্ভাবনা নেই। যে কারণে আজ (শুক্রবার) সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মুস্তাফিজকে চেন্নাই পাচ্ছে না বলেই খবর। তার পরিবর্তে চেন্নাইয়ের একাদশে থাকতে পারেন রহস্যময় লঙ্কান স্পিনার মাহিশ থিকসানা। এছাড়া সুযোগ পেতে পারেন শার্দুল ঠাকুর। যিনি এর আগে আইপিএলের ৮৬ ম্যাচে ৯.১৬ গড়ে উইকেট নিয়েছেন ৮৯টি।
তিন ম্যাচ খেলে ৭ উইকেট শিকার করে পার্পল ক্যাপ পাওয়ার দৌড়ে আছেন মুস্তাফিজ। তার সঙ্গে ৪ ম্যাচ থেকে ৭ উইকেট নিয়ে এই দৌড়ে আছেন গুজরাট টাইটান্সের মোহিত শর্মাও। চেন্নাই ইতোমধ্যে তিন ম্যাচে মাঠে নেমে দুটিতে জিতেছে। দুটি জয়ই এসেছে ঘরের মাঠে। হেরেছে কেবল দিল্লি ক্যাপিটালসের কাছে। ৪ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের তৃতীয় স্থানে। অন্যদিকে হায়দরাবাদ তিন ম্যাচে মাঠে নেমে জিতেছে মাত্র একটিতে। ২ পয়েন্ট নিয়ে আছে টেবিলের সপ্তম স্থানে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post