হায়দ্রাবাদের আতিথেয়তা খুবই উপভোগ করেছি- বাবর

0
21

স্পোর্টস ডেস্কঃ সহজ জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে পাকিস্তান। শুক্রবার হায়দ্রাবাদে ৮১ রানে জিতেছে তারা। রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিলের হাফ-সেঞ্চুরিতে ২৮৬ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে নেদারল্যান্ডস ২০৫ রানে অলআউট হয়। ফলে ৮১ রানের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাবর আজমের দল।

দলের এমন দারুণ জয়ে হায়দারাবাদের দর্শকদের ধন্যবাদ দিতে ভুলেননি পাকিস্তান অধিনায়ক বাবর আজম। নিজে রান না পেলেও দল জয়ে খুশি তিনি। দুর্দান্ত সমর্থন আর আতিথেয়তায় নিয়ে তিনি বলেন, ‘দর্শকরা যেভাবে আমাদের সমর্থন দিয়েছে এটাতে আমরা খুশি। তাদের আতিথেয়তায় আমরা মুগ্ধ। বোলাররা দারুণ বল করেছে বিশেষ করে মাঝের ওভারগুলোতে। ৩ উইকেট পড়ার পর সৌদ ও রিজওয়ান যেভাবে ব্যাট করেছে তাতে চাপ বেড়ে যায় নেদারল্যান্ডসের। হারিসসহ অন্যান্য বোলাররাও দারুণ বোলিং করেছে।’

টপ অর্ডারের ব্যর্থতায় কঠিন পরীক্ষার সামনে পড়ে পাকিস্তানের মিডল অর্ডার। সেটা তারা উতরে যায় মোহাম্মদ রিজওয়ান ও শাকিলের দৃঢ়তায়। দুই জনে ১১৪ বলে গড়েন ১২০ রানের জুটি। স্কোর বোর্ডে পাকিস্তান পায় ২৮৬ রানের পুঁজি। সেই রান তাড়ায় ২০৫ রানের বেশি করতে পারে নি নেদারল্যান্ডস। বড় জয় পায় বাবর আজমের দল।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here