স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে পাকিস্তানের সেমিফাইনাল ভাগ্য লিখা হয়ে যাবে আজ। নিউজিল্যান্ডের বিপক্ষে শনিবার সকালে শুরু হওয়া ম্যাচে হারলেই বিদায় নিশ্চিত হয়ে যাবে তাদের। জিতলে টিকে থাকবে শেষ চারের আশা। এমন চাপের ম্যাচে কিউইদের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক বাবর আজম।
ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে নিউজিল্যান্ড-পাকিস্তান মাঠের লড়াই। আঙুলের চোট কাটিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ফিরেছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি অবশ্য কয়েন ভাগ্য পাশে পাননি। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর।
পাকিস্তান একাদশে উসামা মীরের জায়গায় খেলছেন হাসান আলী। এদিকে নিউজিল্যান্ড একাদশে এলেন ইশ শোধী। ম্যাট হেনরি চোটের কারণে আসর থেকে ছিটকে গেছেন। উইল ইয়াং বাদ পড়েছেন উইলিয়ামসন ফেরায়। এছাড়া মার্ক চ্যাপম্যান খেলছেন জিমি নিশামের বদলে। সবশেষ ম্যাচে কব্জিতে চোট পেয়েছিলেন নিশাম।
নিউজিল্যান্ড একাদশ: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, টম ল্যাথাম (উইকেটকিপার), ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি ও টিম সাউদি।
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হাসান আলী।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০