স্পোর্টস ডেস্কঃ অভিজ্ঞ নোভাক জোকোভিচকে হারিয়ে এবারের উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন কার্লোস আলকারাজ। সেন্টার কোর্টে রোববারের ফাইনালে ১-৬, ৭-৬ (৮-৬), ৬-১, ৩-৬, ৬-৪ গেমে জেতেন র্যাঙ্কিংয়ের এক নম্বর এই তারকা। ২০ বছর বয়সী আলকারাজের ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা এটি। গত বছর ইউএস ওপেন দিয়ে জেতেন নিজের ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম।
দ্বিতীয় স্প্যানিশ হিসেবে উইম্বলডন জয়ের কীর্তি গড়লেন আলকারাজ। ফাইনালে জোকোভিচের সঙ্গে তার লড়তে হয়েছে ৪ ঘণ্টা ৪২ মিনিট। ফাইনালে জোকোভিচ ছিলেন পরিষ্কার ফেভারিট। এখানে সাতবারের চ্যাম্পিয়ন তিনি, ফাইনালের আগে এখানে জিতেছেন টানা ৩৪ ম্যাচ, সেন্টার কোর্টে জয় টানা ৪৪ ম্যাচে। এমন রেকর্ডের ঢালি নিয়ে কোর্টে নেমেও শিরোপা জেতা হলো সার্বিয়া এই তারকার।
এদিকে স্বপ্ন পূরণ করে উচ্ছ্বসিত তরুণ স্প্যানিশ তারকা আলকারাজ জানালেন, হারলেও গর্বিত হতেন। তিনি বলেছেন, ‘আমার স্বপ্ন সত্যি হয়েছে। এমনকি হেরে গেলেও আমি নিজেকে নিয়ে গর্বিত হতাম। এই গ্র্যান্ড স্ল্যামের এই পর্যায়ে এমন কিছু করা, ২০ বছর বয়সী একটি ছেলের জন্য খুব দ্রুতই হয়ে গেল। সত্যিই নিজেকে নিয়ে আমি গর্বিত।’
গত ফরাসি ওপেনের সেমিফাইনালে জোকোভিচের কাছে হারের প্রতিশোধ এবার নিয়ে আলকারাজ যোগ করেছেন, ‘এই সুন্দর প্রতিযোগিতাটিতে ইতিহাস তৈরি করলাম, আমাদের খেলার একজন কিংবদন্তির বিপক্ষে ফাইনাল খেললাম। আমি সত্যিই, সত্যিই নিজেকে নিয়ে, আমার যে দল আছে, যে পরিশ্রম আমরা প্রতিদিন করি, সেসব নিয়ে গর্বিত।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০