স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ডের বিপক্ষে হারে ম্যাচে দুঃসংবাদ শুনতে হলো বাংলাদেশকে। অধিনায়ক সাকিব আল হাসান ম্যাচ চলাকালীন সময়ে চোট পান। আর সেটির পরীক্ষা করাতে ম্যাচ শেষ হতেই হাসপাতালে গেছেন তিনি। বাংলাদেশ দলের ব্যাটার নাজমুল হোসেন শান্ত ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে জানিয়েছেন এমনটিই।
সাকিবের জায়গায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এসেছিলেন শান্ত। বাংলাদেশের সহ-অধিনায়ক নিশ্চিত করেন, সাকিব দ্রুত সময়ের মধ্যে তার চোটের জন্য পরীক্ষা করতে গেছেন চেন্নাইয়ের স্থানীয় একটি হাসপাতালে। রিপোর্ট আসার পর তার চোট কতটা গুরুতর তা নিশ্চিত হওয়া যাবে।
সাকিবের চোট পাওয়া প্রসঙ্গে শান্ত বলেন, ‘ব্যাটিংয়ের সময় সাকিব ভাই চোট পেয়েছিলেন। এখনও চোটের অবস্থা বোঝা যাচ্ছে না। এই মুহূর্তে তিনি হাসপাতাছে আছেন, স্ক্যান করতে গিয়েছেন। রিপোর্ট আসার পরই আমরা নিশ্চিত হতে পারব চোটের অবস্থা কি।’
ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ের সময় পেশিতে টান লাগায় ভুগতে দেখা যায় সাকিবকে। বেশ কিছুক্ষণ শুশ্রূষা নিয়ে পরে আবার ব্যাটিং শুরু করেন তিনি। তবে এরপর বেশিক্ষণ টিকতে পারেননি। সব মিলিয়ে ৩ চার ও ২ ছক্কায় ৫১ বলে করেন ৪০ রান। পরে ফিল্ডিংয়ে শুরু থেকে মাঠে ছিলেন তিনি। বল হাতে ডেভন কনওয়ের উইকেটেসহ ১০ ওভারে তার খরচ ৫৪ রান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post