স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের দেওয়া ১৬০ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে তোপের মুখে পড়েছে ভারত। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দলটি বেশ বিপাকে রয়েছে। হারিস রউফ, নাসিম শাহদের আগুনে পেসের সামনে দাঁড়াতে পারছে না দলটি। পাওয়ার প্লে শেষে উইকেটে ধুঁকছে মেন ইন ব্লু’রা।
ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে লোকেশ রাহুলকে (৮ বলে ৪ রান) বোল্ড আউট করেন নাসিম শাহ। দলীয় ৭ রানে প্রথম উইকেট হারায় ভারত। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে দলীয় ১০ রানের মাথায় ফেরেন আরেক ওপেনার রোহিত শর্মা (৭ বলে ৪ রান)। পাওয়ার প্লে’র শেষ ওভারে তৃতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেন দারুণ শুরু পাওয়া সূর্যকুমার যাদব (১০ বলে ২ বাউন্ডারিতে ১৫ রান)। রোহিত ও সূর্যকুমারকে ফিরিয়েছেন হারিস রউফ।
পাকিস্তানের পেস ব্যাটারির সামনে যেন দাঁড়াতেই পারছে না ভারত। পাওয়ার প্লে’র ছয় ওভার শেষে দলটির সংগ্রহ ৩ উইকেট হারিয়ে মাত্র ৩১ রান। পাওয়ার প্লে শেষেই চতুর্থ উইকেট হারায় রোহিত শর্মার দল। এবার রান আউটের শিকার হয়ে ফিরেন উইকেটে সদ্য আসা অক্ষর প্যাটেল (৩ বলে ২ রান)।
জিততে হলে ভারতকে দারুণ এক জুটি গড়তে হবে এখন। বড় ইনিংস খেলতে হবে মিডল এবং লোয়ার মিডল অর্ডারে থাকা ব্যাটারদের। সবচেয়ে বেশি চাপ উইকেটে থাকা বিরাট কোহলির উপর। এছাড়া হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিকদেরও রান করতে হবে। তবে পাক শিবির বেশ উড়ন্ত অবস্থায় আছে। ম্যাচের নিয়ন্ত্রণ এখন তাদেরই হাতে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সবশেষ সংগ্রহ ৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৩ রান। বিরাট কোহলি ১১ বলে ৬ ও হার্দিক পান্ডিয়া ৩ বলে ১ রান করে অপরাজিত আছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা