হারিয়ে যাবার জন্য বড় মঞ্চে আসিনি- মিরাজ

    0
    82

    স্পোর্টস ডেস্ক: দলে তাকে সুযোগ দেওয়া নিয়ে নানা কথা হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটের শুরুতেই একলাফে মর্যাদার টেস্ট ক্রিকেটে চলে আসায়ই এত কথা। তার যোগ্যতা নিয়ে হয়তো কারো সন্দেহ নেই। কিন্তুু ওয়ানডে, টি-২০ আগেই জাতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেকের সুযোগ তা নিয়েই হচ্ছে সমালোচনা।

    সেই মেহেদী হাসান মিরাজ ভাবছেন ভিন্ন কিছু। বড় মঞ্চে এসেস হারিয়ে যেতে চান তিনি। খেলে যেতে চান অন্তত একযুগ। সাংবাদিকদেরকে সেটাই জানালেন।

    প্রথম টেস্টের দলে সুযোগ পাওয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বাংলাদেশ দলনেতা।

    মেহেদী হাসান মিরাজ বলেন,, ‘এক বা দুই বছর ভালো ক্রিকেট খেললাম-তারপর হারিয়ে যাবো। তা আমি চাই না। আমি বাংলাদেশ দলকে ১০-১৫ বছর সাপোর্ট দিতে চাই। ততদিন ভালো ক্রিকেট খেলেই টিকে থাকতে চাই।’

    অনূর্ধ্ব-১৯ পর্যায়ে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। অসামান্য অধিনায়কত্বের আড়ালে প্রায়ই তার অনবদ্য ইনিংস আর দুর্দান্ত বোলিংগুলো তেমনভাবে চোখে পড়েনি কারও। অনেকে ইতোমধ্যেই তাকে ভবিষ্যতের অধিনায়কও ভাবা শুরু করছেন। তবে সেসবে না গিয়ে মেহেদি হাসান জাতীয় দলের ক্যারিয়ারে পুঁজি হিসেবে নিতে চান অনূর্ধ্ব-১৯ এ খেলার অভিজ্ঞতাটাকেই।

    তিনি জানান, ‘আমি অনূর্ধ্ব-১৯ পর্যায়ে দীর্ঘদিন খেলেছি। এই অভিজ্ঞতা আমাকে জাতীয় দলের হয়ে ভালো খেলতে অনুপ্রেরণা জোগাবে।’

    টেস্ট দলে মিরাজের অন্তর্ভূক্তি মূলত তার অফ স্পিন শক্তির কল্যাণেই। বর্তমানে দেশের সেরা অফ স্পিনার ভাবা হচ্ছে তাকেই। তবে ব্যাটিংটাও যে দল তার কাছ থেকে চাইবে তা ভালোই জানা অলরাউন্ডার মিরাজের।

    মিরাজ জানান, সুযোগ পেলে আমি ৭ কিংবা ৮ নম্বরে নেমে টেলএন্ডারদের নিয়েও ভালো ইনিংস খেলে দিতে পারবো। অনূর্ধ্ব-১৯ ও ঘরোয়া ক্রিকেটে ওই পর্যায়ে নেমে আমার বেশ কয়েকটি ভালো ইনিংস আছে।

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here