স্পোর্টস ডেস্ক:: আইসিসি টি-২০ বিশ্বকাপ জয় দিয়ে শুরু করেছিলো বাংলাদেশ। জয়ে শুরু করলেও শেষ করেছে হার দিয়ে। সাউথ আফ্রিকার বিপক্ষে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নিগার সুলতানার দল হেরেছে সাত উইকেটের ব্যবধানে। চার ম্যাচ খেলা বাংলাদেশ নারী দল জিতেছে মাত্র এক ম্যাচ। হেরেছে তিনটি ম্যাচে।
আগে ব্যাট করাট বাংলাদেশ নির্ধারিত ওভার খেলে ১০৬ রান তুলতে সমর্থ হয়েছিলো। জবাবে ব্যাট করতে নামা সাউথ আফ্রিকা নারী দল বাংলাদেশের দেওয়া টার্গেট টপকে যায় মাত্র তিন উইকেট হারিয়ে, ১৬ বল হাতে রেখে। চার ম্যাচের তিনটিতে জয়, একটি হারে টেবিল টপার প্রোটিয়া মেয়েরা।
দুবাইতে টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ এদিন আগের তিন ম্যাচের চেয়েও মোটামুটি ভাল ব্যাটিং করে। তিন উইকেটে থামে ১০৬ রানে। এই রান অবশ্য প্রােটিয়াদের খুব একটা চ্যালেঞ্জ জানাতে পারেনি। দলীয় সংগ্রহে বাংলাদেশ আগের ম্যাচগুলোর চেয়ে ভালো করলেও শুরুটা করে উইকেট হারিয়ে। ওপেনার দিলারা আক্তার ফিরেন ইনিংসের দ্বিতীয় বলেই রানের খাতা খুলার আগে।
আরেক ওপেনার সাথী রানী দ্বিতীয় উইকেটে ৩৬ রানের জুটি গড়েন সোবহানা মুস্তারীকে নিয়ে। ইনিংসের অষ্টম ওভারের পঞ্চম বলে বিদায়ের আগে সাথী রানী একটি করে চার ও ছক্কা ৩০ বলে করেন ১৯ রান। তৃতীয় উইকেটে অধিনায়ক নিগার সুলতানাকে নিয়ে সর্বোচ্চ ৪৫ রানের জুটি গড়েন ইনিংস সর্বোচ্চ ৩৮ রান করা সোবহানা মুস্তারী। ইনিংসের আঠারোতম ওভারের প্রথম বলে দলীয় ৮১ রানের মাথায় ভাঙে তাদের জুটি। ৪৩ বলের ইনিংসে চারটি বাউন্ডারি হাঁকান মুস্তারী।
অধিনায়ক নিগার সুলতানা শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৩২ রানে। ৩৮ বলের ইনিংস সাজিয়েছেন দুই বাউন্ডারিতে। চার রানে তার সঙ্গী হন স্বর্ণা আক্তার। বাংলাদেশ থামে তিন উইকেটে ১০৬ রানে।
১০৭ রানের টার্গেটে খেলতে নামা সাউথ আফ্রিকা অনেকটা হেসে খেলেই জয় নিশ্চিত করে ফেলে। টাইগ্রেস বোলাররা খুব একটা পরীক্ষা নিতে পারেননি প্রোটিয়া মেয়েদের। মাত্র তিনটি উইকেট শিকার করতে পারেন তারা। তাতেই প্রোটিয়া মেয়েরা ১৬ বল হাতে রেখে সাত উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে।
প্রোটিয়াদের হয়ে ইনিংস সর্বোচ্চ ৪২ রান করেন তাজমিন ব্রিটিশ। ৪১ বলের ইনিংসটি তিনি সাজিয়েছেন পাঁচটি চারে। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেছেন অ্যানিকী বোস। ২৫ বলের ইনিংসে তিনিও চার মেরেছেন দু’টি। ক্লো ট্রায়ন ১৪ রানে ও মারিজান ক্যাপে ১৩ রানে অপরাজিত থাকেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০