হারেই মৌসুম শেষ করে মেসি-রামোসের পিএসজি অধ্যায়ের সমাপ্তি!

0
109

স্পোর্টস ডেস্ক:: আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী অধিনায়ক সৌদীর আল হিলালেই যাচ্ছেন। তবে যাওয়াটা তার সুখকর হলো না। হার দিয়ে শেষ করলেন ফরাসির ক্লাবটির জার্সিতে মৌসুম। তারকা এই ফুটবলের শেষ ম্যাচে পিএসজিও হারে শেষ করেছে মৌসুমও।

লিগ ওয়ানে মেসি, এমবাপে-রামোসদের দল ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েও জিততে পারলো না। আর্জেন্টাইন মহাতারকার অনুষ্ঠানিক শেষ ম্যাচ হলেও সার্জিও রামোসের আনুষ্ঠানিক শেষ ম্যাচ পিএসজি হারলো ৩-২ ব্যবধানে। ক্লেরমঁ ফুতের কাছে হেরেই আনুষ্ঠানিক ভাবে রামোসেরও শেষ হলো পিএসজি অধ্যায়। বিদায়ী ম্যাচেও গোল করেছেন এই তারকা।

প্রথমার্ধে লিড নেওয়া পিএসজি টানা তিন গোল হজম করে হেরেছে ম্যাচ। লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত করা দলটি হারলো মেসির শেষ ম্যাচে। একই সঙ্গে সার্জিও রামোসেরও শেষ ম্যাচটি জেতা হলো না পিএসজির।

ম্যাচটির প্রথমার্ধেই বিদায়ী তারকা সার্জিও রামোস গোল করেন। ১৬তম মিনিটে তার গোলেই পিএসজি এগিয়ে যায় ১-০ ব্যবধানে। মিনিট পাঁচেক পরেই পেনাল্টি থেকে ব্যবধান বাড়িয়ে নেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ। ২১তম মিনিটে স্পট কিক থেকে দলকে তিনি এগিয়ে দেন ২-০ ব্যবধানে।

কিলিয়ান এমবাপে সতীর্থ রামোসের শেষ ম্যাচে গোল করে জানালেন ‘বিরল’ সম্মাননা। ফরাসি তারকা গোল করার পরপরই উঁচিয়ে ধরেন রামোসের নাম ও নম্বর সম্বলিত জার্সি। দৌড়ে গিয়ে কাছে টেনে নেন বিদায়ী তারকাকে।

পরপর দুই গোল হজমের পরই ক্লেমরমঁ ফুত ঘুরে দাঁড়ায় দারুণ ভাবে। মিনিট তিনেক পরই গেস্টিন ব্যবধান কমান। ম্যাচের ২৪তম মিনিটে তার গোলে ক্লেরমঁ ফুত স্কোর লাইন করে ফেলে ২-১। প্রথমার্ধের শেষ দিকে সমতায় ফেরে দলটি। বিরতির টিক আগ মূহুর্তে যোগ করা সময়ের প্রথম মিনিটে জিফেনের গোলে ২-২ গোলের সমতা আনে দলটি। সমতায় ম্যাচ রেখেই বিরতিতে যায় দুই দল।

বিরতির পর পিএসজি আবারো লিড নেওয়ার চেষ্টা করে। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যাওয়া দলটি দ্বিতীয়ার্ধ শুরু করে ২-২ গোলের সমতা থেকে। তবে দ্বিতীয়ার্ধে আর গোলের দেখা পায়নিট। উল্টো ম্যাচের ৬৩তম মিনিটে কাইয়ের গোলে ক্লেরমঁ ফুতের ৩-২ ব্যবধানের দারুণ এক জয় নিশ্চিত হয়।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here