স্পোর্টস ডেস্কঃ লা লিগায় রায়ো ভায়েকানোর কাছে হেরে হোঁচট খেয়েছে শিরোপা প্রত্যাশী বার্সেলোনা। যদিও এ হারে শিরোপা জয়ের ক্ষেত্রে তেমন বড় ক্ষতি হয়নি। লিগে চলতি মৌসুমে এটা বার্সার তৃতীয় হার। বুধবার এস্তাদিও দ্য ভেলেকাসে আতিথ্য নেয় কাতালানরা।
প্রতিপক্ষের মাঠে জাভি হার্নান্দের দল ম্যাচটি হেরেছে ২-১ গোলে। ভায়েকানোর হয়ে গোল দুটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো গার্সিয়া ও লেফট ব্যাক ফ্রান্সিসকো গার্সিয়া। বার্সেলোনার একমাত্র গোলটি রবার্ত লেভানডফস্কির। আরো কয়েকটি গোলের সুযোগ মিস করেছেন জাভির শিষ্যরা।
ম্যাচ শেষে হতাশ বার্সা কোচ জাভি। তিনি বলেন, ‘আমরা ভালো খেলিনি। ম্যাচ জেতা ভায়েকানোর প্রাপ্য। এই হারে আমরা বিরক্ত। আমরা আজ ব্যর্থ হয়েছি এবং বিরক্ত হয়ে মাঠ ছাড়ছি কারণ আমাদের দারুণ এক সুযোগ ছিল। আমাদের শনিবারের ম্যাচ নিয়ে ভাবতে হবে। খেলোয়াড়দের কাছে এই বার্তাই দিতে চাই যে লিগ এখনো জিতিনি।’
৩১ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট হলো ৭৬। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৫। জাভি বলেছেন, ‘আমার চাওয়া লা লিগায় চ্যাম্পিয়ন হওয়া। কোচ হিসেবে আমি ক্ষুব্ধ, কারণ যতটা লড়াই করা উচিত ছিল, আজকে আমরা তা করতে পারিনি। এখানে জেতা কখনোই সহজ নয়, অনেক দলই এখানে হেরেছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post