হারের পর পাকিস্তানী ক্রিকেটারের কান্নার ভিডিও ভাইরাল

0
80

স্পোর্টস ডেস্ক:: চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হারে শুরু বিশ্বকাপ। জিম্বাবুয়ের কাছে হারের পর কেঁদেছেন পাকিস্তানের ক্রিকেটাররা। যে হারে তাদের শেষ চারের সমীকরণও ‘জঠীল’ হয়ে উঠতে পারে। অবিশ্বাস্য এক ম্যাচে জিম্বাবুয়ে দল ১ রানে হারিয়েছে পাকিস্তানকে।

জিম্বাবুয়ের ১৩০ রানও টপকে যেতে পারেনি পাকিস্তান। ম্যাচে বল হাতে দারুণ ছিলেন শাদাব খান। জিম্বাবুয়েকে অল্পতে আটকে রাখতে বড় ভূমিকা রাখেন তিনি। ২৩ রান দিয়ে তিন উইকেট শিকার করেন। ব্যাট হাতেও কিছুটা সফল ছিলেন।

দ্রুত দলের উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে শান মাসুদের সঙ্গে ৫২ রানের জুটি গড়েন তিনি। ৩৬ রানে তিন উইকেট হারানোর পরই হাল ধরেন। প্রতিরোধময় জুটি গড়ার পর দলীয় ৮৮ রানের মাথায় তুলে মারতে গিয়ে আউট হয়ে যান।

ম্যাচ শেষে তাই কান্নায় ভেঙে পড়েন শাদাব খান। শুধু তিনিই নন, পাকিস্তানের বেশির ভাগ ক্রিকেটারই অঝোরে কাঁদেন। জিম্বাবুয়ের কাছে এমন হার মেনে নিতে পারেননি তিনি। শাদাব মাঠ ছেড়ে ড্রেসিং রুফে ফেরার সময় টানেলে হাটুঁ গেড়ে মাথু নিচু করে কাঁদতে থাকেন। এসময় একজন কোচিং স্টাফ জোর করে তাকে ড্রেসিং রুমে নিয়ে যান। শুক্রবার এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুতই ভাইরাল হয়ে যায়।

টানা দুই ম্যাচ হেরে যাওয়া পাকিস্তানের সামনে এবার নেদারল্যান্ডস। কাল রোববার ডাচদের বিপক্ষে মাে নামবে পাকিস্তান দল।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here