হারের পর রাতে ঘুমাতে পারেননি তাসকিন

0
70

স্পোর্টস ডেস্ক:: টি-২০ বিশ্বকাপে শ্বাসরুদ্ধকর এক ম্যাচে ভারতের কাছে ৫ রান হেরেছে বাংলাদেশ। লড়াই করেও জেতা হয়নি টাইগারদের। ম্যাচটি জিততে পারলে সেমির বেশ সম্ভাবনা থাকতো বাংলাদেশের। বল হাতে দুর্দান্ত করা তাসকিন ব্যাট হাতেও ছোট্ট ঝড় তুলে ছিলেন। তবে দলের জয় নিশ্চিত করতে পারেননি তারা।

ভারতের দেওয়া ১৮৫ রানের লক্ষ্যে নামা বাংলাদেশ দারুণ শুরু করে লিটনের ফিফটি। বৃষ্টির পর খেলা শুরু হলে কাদামাখা মাঠে লিটন রানআউট হলেও বিপদে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত ম্যাচই হারে। ওই হারের পর রাতে ঘুমাতে পারেননি বাংলাদেশের ক্রিকেটাররা।

বিশ্বকাপে বাংলাদেশের বোলিং ভরসা পেসার তাসকিন আহমদ। দুর্দান্ত খেলছেন তিনি। বাংলাদেশের জয় পাওয়া দুই ম্যাচেই ম্যাচ সেরা হয়েছেন এই পেসার। ভারতের বিপক্ষেও বল হাতে তাসকিন ছিলেন উজ্জ্বল। ৪ ওভারে মাত্র ১৫ রান খরচ করে ছিলেন তিনি দলের ১৮৪ রানের খরুচে বোলিং ইনিংসে।

এত কাছে গিয়ে হারের পর রাতে ঘুমাতে পারেনি জানিয়ে তাসকিন আহমদ বলেন, ‘আসলে যে কোনো ম্যাচ হারলে খুব খারাপ লাগে। ওইদিন রাতে ঘুমাতে আমাদের সবার কষ্ট হয়েছে, সত্যি কথা। তো ম্যাচ হেরে খারাপ লাগছে, কিন্তু এখান থেকে অণেক কিছু ইতিবাচক নেওয়ার আছে যে ভালো ক্রিকেট খেলেছি, উন্নতি করছি। দোয়া করবেন যেন শেষটা ভালো করে আমরা দেশে যেতে পারি।’

আরো উন্নতি করে নিজেকে ছাড়িয়ে যেতে চান জানিয়ে এই পেসার আরোবলেন, ‘আসলে প্রত্যেকটা ম্যাচই আমার জন্য অনেক গুরুত্বপূর্ণূ। উইকেট অনেক সময় পাবো, অণেক সময় পাবো না। কিন্তুু ওই যে আমার প্রক্রিয়ায় আগাচ্ছি এবঙ আমার লক্ষ্য নিজেকে প্রত্যেকটা ম্যাচ বা প্রত্যেক দিন অনুশীন করে উন্নতি করা। আমি চাই একজন পরিপূর্ণ খেলোয়াড় হতে, সব দিক থকেে উন্নতি করে নিজেকে আরোও ছাড়িয়ে যেতে চাই। এটা আমার লক্ষ্য।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here