নিজস্ব প্রতিবেদক:: জিম্বাবুয়ের বিপক্ষে টানা চার ম্যাচ জিতলেও শেষ ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বিশ্বকাপের আগে ‘দুর্বল’ জিম্বাবুয়ের বিপক্ষে এমন বড় হার কতটা প্রভাব ফেলবে সেটা নিয়েই চলছে আলোচনা। বিশ্বকাপ প্রস্তুুতি কি টিকমতো হয়েছে এমন প্রশ্নও উঠেছে।
অবশ্য ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, প্রস্তুুতি নিয়ে তারা ভাবছেন না। বিশ্বকাপ প্রস্তুুতির জন্য এখনো তিন ম্যাচ বাকী আছে। বিশ্বকাপের আগে স্বাগতিক যুক্তরাষ্ট্র্যের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ দল। আগামি ২০ মে প্রথম টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এরপর ২২ মে দ্বিতীয় টি-২০ এবং সিরিজের শেষ টি-২০ ম্যাচটি অনুষ্টিত হবে ২৪ মে।
সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে জিতলেও মাঝের দুই ম্যাচে জয়ের জন্য শেষ পর্যন্ত লড়াই করতে হয়েছে বাংলাদেশকে। সিরিজের শেষ ম্যাচেতো সঙ্গী হয়েছে আট উইকেটের বড় হার। অথচ সিকান্দার রাজার দল বিশ্বকাপে কোয়ালিফাই করতেই পারেনি।
৪-১ ব্যবধানে সিরিজ শেষের পর পুরস্কার বিতরণী মঞ্চে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, ‘যেভাবে সিরিজ খেলেছি, তাতে (মনে হয়েছে) অনেক উন্নতির সুযোগ আছে। আমরা আজ ভালো শুরু করিনি। তবে মাঝে ভালো করেছি। বিশ্বকাপে আমরা ভালোভাবে প্রস্তুতি নেব। প্রস্তুতির জন্য এখনো তিন ম্যাচ বাকি আছে।’
বিশ্বকাপে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে ‘কঠীন’ লড়াই। ‘ডি’ গ্রুপে টাইগারদের সঙ্গী দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেপাল ও নেদারল্যান্ডস। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে ৭ জুন বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post