হারের বৃত্তে ডাম্বুলা, প্রথম জয় কলম্বোর

0
70

স্পোর্টস ডেস্কঃ লঙ্কান প্রিমিয়ার লিগের পঞ্চম ম্যাচে এসে নিজেদের প্রথম জয় পেয়েছে কলম্বো স্টার্স। ম্যাচে ডাম্বুলা আওরাকে ৯ রানে পরাজিত করেছে কলম্বো। ২ ম্যাচ খেলে একটিতেও জিততে না পেরে হারের বৃত্তেই থেকে গেল ডাম্বুলা। ফিফটি হাঁকিয়ে ম্যাচ সেরা হয়েছেন নিরোশান ডিকেওয়ালা।

হাম্বানটোটায় অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কলম্বো অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। দলের হয়ে ব্যাট হাতে ওপেন করতে নামেন নিরোশান ডিকেওয়ালা ও অধিনায়ক ম্যাথিউস। ডিকওয়ালা ব্যাট হাতে সুবিধা করলেও রান পাননি ম্যাথিউস। মাত্র ৩ বল খেলে ১ চারের সাহায্যে চার রান করে আউট হন তিনি।

তবে অন্য প্রান্তে ধরে খেলে হাফ সেঞ্চুরি তুলে নেন ওপেনার ব্যাটার ডিকেওয়ালা। ৪১ বল খেলে ৮ চার ও ২ ছয়ের সাহায্যে ৬১ রান করেন তিনি। দলের হয়ে রান পাননি নাভোদ পরানাভিথানা ও চারিথ আসালঙ্কা। তবে মিডল ওভারে রবি বোপারার ২৬, দিনেশ চান্দিমালের ২৯, ও ডমিনিক ড্রেকসের ১৮ রানে ভর করে ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলে কলম্বো স্টার্স।

ডাম্বুলা আওরার হয়ে লাহিরু কুমারা একাই ৪ উইকেট তুলে নেন। এছাড়া সিকান্দার রাজা, রতনায়েক, মধুশঙ্কা ১টি করে উইকেট লাভ করেন।

১৬৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৬ রানের বেশি করতে পারেনি ডাম্বুলা। দাসুন শানাকার দলের হয়ে ২২ বলে ৫ বাউন্ডারিতে সর্বোচ্চ ৩৩ রান করেন টম এবেল। শানাকা নিজে ২০ বলে ২টি করে চার ও ছক্কায় ৩১ রান করে অপরাজিত থাকেন। এছাড়া ওপেনার শেভন ড্যানিয়েল ২৮, জর্ডান কক্স ২৯, ভানুকা রাজাপাকসে ১৭ রান করেন।

কলম্বোর স্টার্সের হয়ে সুরঙ্গা লাকমল ২টি, ডমিনিক ড্রেকস ২টি, করিম জানাত ২টি ও নাভিন উল হক ১টি করে উইকেট শিকার করেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here