নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মুখোমুখি লড়াইয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। একই বিভাগের দুই ফ্র্যাঞ্চাইজির লড়াই শুরুর আগে ইতিমধ্যেই জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ম্যাচের টস।
সেই টস জিতেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অধিনায়ক শুভাগত হোম। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ফিল্ডিং করতে নামবে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এই ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি চট্টগ্রাম। সবশেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে জয়ী কম্বিনেশনই নিয়েই মাঠে নেমেছে চট্টলার দলটি। অপরদিকে কুমিল্লার একাদশে এসেছে একটি পরিবর্তন। তিন হারে বিধ্বস্ত দলটির একাদশ থেকে বাদ পড়েছেন চ্যাডউইক ওয়ালটন। তার পরিবর্তে খেলছেন আরেক ক্যারিবিয়ান জনসন চার্লস। আসরে প্রথম জয়ের মুখ দেখার অপেক্ষায় বর্তমান চ্যাম্পিয়নরা।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ
শুভাগত হোম (অধিনায়ক), উসমান খান, ম্যাক্স ও ডাউড, আফিফ হোসেন ধ্রুব, ইরফান শুক্কুর, দারউইস রাসুলি, নিহাদউজজামান, মালিন্দা পুষ্পাকুমারা, জিয়াউর রহমান, মেহেদি হাসান রানা ও মৃত্যুঞ্জয় চৌধুরি।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ
ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ রিজওয়ান, জনসন চার্লস, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের আলি অনিক, হাসান আলি, খুশদিল শাহ, মুস্তাফিজুর রহমান, নাঈম হাসান ও তানভীর ইসলাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post