স্পোর্টস ডেস্কঃ আবুধাবি টি-টেন লিগে দুঃসময় পিছু ছাড়ছে না বাংলা টাইগার্সের। আসরে টানা তৃতীয় হার দেখলো দলটি। এবার নর্দার্ন ওয়ারিয়র্সের বিপক্ষে পাত্তাই পায়নি সাকিব আল হাসানের দল। ম্যাচে রোভম্যান পাওয়েলের তাণ্ডবে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে নর্দার্ন। ম্যাচ সেরা হয়েছেন রোভম্যান পাওয়েল।
শেখ আবু জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৭ রান করেছিল বাংলা টাইগার্স। দলের পক্ষে ২ চার ও ৩ ছয়ের মারে ১৫ বলে ৩৮ রান করেন এভিন লুইস। ২১ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৩৭ রান করেন হযরতউল্লাহ জাজাই। এছাড়া ২৪ রান আসে জো ক্লার্কের ব্যাট থেকে।
নর্দানের হয়ে ইসুরু উদানা শিকার করেন ২ উইকেট।
১১৮ রানের জবাবে খেলতে নেমে চার বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় নর্দান ওয়ারিয়র্স। অধিনায়ক রোভম্যান ব্যাট হাতে একাই জিতিয়েছেন দলকে। এক বাউন্ডারির সাথে ৯ ছয়ের মারে মাত্র ২৬ বলে ৭৮ রানের অপরাজিত ইনিংস খেলে ক্যারিবিয়ান তারকা। এছাড়া শেরফান রাদারফোর্ড ১১ বলে ২টি করে ছয় ও চারের মারে করেন ২২ রান।
বল হাতে ২ ওভারে ২০ রান খরচ করে ২ উইকেট পেয়েছেন সাকিব।
টি টেনের এবারের আসরে ৪ ম্যাচে বাংলা টাইগার্সের তৃতীয় পরাজয় এটি। আট দলের আসরে পয়েন্ট টেবিলে সবার নিচে রয়েছে তারা। অপরদিকে সমান ম্যাচে প্রথম জয় পাওয়া নর্দার্ন ওয়ারিয়র্সের অবস্থান এক ধাপ ওপরে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা