স্পোর্টস ডেস্ক: মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএলে আজকের আগে তিনটি ম্যাচ খেলে সবকটি হেরেছ। আজ নিজেদের চতুর্থ ম্যাচে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের বিপক্ষেও হেরেছে কুমিল্লা।
হেরে যাওয়া ম্যাচে শেষ মুহুর্তে জ্বলে উঠে ছিলেন মাশরাফি। বিশ্ব সেরা বোলার সাকিব আল হাসানকে পিঠিয়ে এক ওভারেই আদায় করেছেন চারটি ছক্কা।
ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স হেরে যায় ৩৩ রানে। ঢাকা ডায়নামাইটসের দেয়া ১৯৫ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
আগে ব্যাট করা ঢাকা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৪ রান সংগ্রহ করে। দলের হয়ে ধারাবাহিত পারফর্মার মেহেদী মারুফ সর্বোচ্চ ৬০ রান ও নাসির হোসেন ৪৩ রান করেন। এছাড়া কুমার সাঙ্গাকারা ২০ ও সাকিব ২৪ রান করেন।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে আফগানিস্তানের বোলার রশিদ খান ৩টি ও আল আমিন একটি উইকেট লাভ করেন।
১৯৫ রানের টার্গেটে খেলতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৬১ রান তুলতে সমর্থ হয় কুমিল্লা। কুমিল্লার মাশরাফি সর্বোচ্চ ৪৭ রান। সাকিবের এক ওভারে ৪টি ছক্কা হাঁকানা তিনি। এছাড়া সুহেল তানভীর ২০, ইমরুল ১৯ ও সাইফ উদ্দিন ১৮ রান করেন।
ঢাকা ডায়নামাইটসের হযে শহীদ সর্বোচ্চ ৩টি উইকেট নেন।
হেরে যাওয়া ম্যাচে কুমিল্লার স্বীকৃত ব্যাটসম্যানরা যেখানে ব্যর্থ সেখানে মাশরাফি বিন মুর্তজা ব্যাট হাতে জ্বলে উঠলেন। ৩৫ বল খেলে করলেন ৪৭ রান। এর মধ্যে রয়েছে পাঁচটি ছয় ও দুইটি চারের মার।
সোমবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে নয় নম্বরে ব্যাটিং করতে নামেন মাশরাফি বিন মুর্তজা। ইনিংসের ১৯তম ওভারে বল করতে আসেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। এই ওভারেই মাশরাফি চারটি ছক্কা হাকান। বাকি দুইটি বল ডট হয়।
ওভারের প্রথম, তৃতীয়, পঞ্চম ও ষষ্ঠ বলে ছক্কা মারেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক। সাকিব আল হাসান তিন ওভার বল করে ৩৪ রান দিয়ে উইকেটশূন্য থাকেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০