স্পোর্টস ডেস্কঃ কোপা দেল রের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল রিয়াল মাদ্রিদ। ভিলেরিয়ালের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোল খেয়ে হারের শঙ্কায় পড়েছিল কার্লো আনচেলত্তির দল। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ আটে ওঠে করিম বেনজেমা-ভিনিসিয়াস জুনিয়ররা। ভিয়ারিয়ালের মাঠে বৃহস্পতিবার রাতে শেষ ষোলোর ম্যাচটি ৩-২ গোলে জিতেছে রিয়াল।
গত সপ্তাহে স্প্যানিশ সুপার কাপের ফাইনাকে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হারের ক্ষত এখনো দগদগে রিয়াল মাদ্রিদের। এবার কোপা দেল রে থেকেও ছিল বাদ পড়ার শঙ্কা। ভিয়ারিয়ালের বিপক্ষে এই মাঠেই দুই সপ্তাহ আগে লিগ ম্যাচে হারের স্মৃতি আছে তাদের। গতরাতে ম্যাচের শুরুতে রিয়ালের বর্ণহীন পারফরম্যান্সের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন কাপৌয়ে। চতুর্থ মিনিটে ডান দিক থেকে দারুণ শটে ঠিকানা খুঁজে নেন ভিয়ারিয়ালের ফরাসি এই মিডফিল্ডার
ম্যাচের ৪২ মিনিটে স্যামুয়েল চুকউয়েজের গোলে ব্যবধান দিগুণ করে ভিয়ারিয়াল। জেরার্দ মোরেনোর থ্রু বল ধরে বাঁ পায়ের শটে গোলটি করেন নাইজেরিয়ার এই মিডফিল্ডার। ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল। তবে বিরতি থেকে মাঠে নেমে আর ভুল করেনি লস ব্লাঙ্কোসরা। ম্যাচের ৫৭ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোলে ব্যবধান কমায় মাদ্রিদিস্তারা। বেনজেমার পাস ফাঁকায় পেয়ে বক্সে থেকে নিখুঁত শটে ব্যবধান কমান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
৬৯ মিনিটে এডার মিলিতাওয়ের গোলে ২-২ সমতায় ফেরে ম্যাচ। বদলি নামা দানি সেবাইয়োসের ক্রসে হেড নেন বেনজেমা। তবে সেটি ঝাঁপিয়ে রুখে দেন ভিয়ারিয়াল গোলরক্ষক। কিন্তু বল গোলমুখে পেয়ে যান মিলিতাও। সহজ টোকায় বাকি কাজ সারেন ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার। ৮৬ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার সেবাইয়োসের গোলে ৩-২ ব্যবধানে জয় নিয়ে কোপা দেল রে’র শেষ আটে জায়গা করে নেয় রিয়াল মাদ্রিদ। টনি ক্রুসের বদলি নেমেছিলেন সেবাইয়োস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post