হারের শঙ্কায় বাংলাদেশ

0
14

নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বকাপে টানা হারের বৃত্ত ভাঙতে নেদারল্যান্ডস তুলনামূলক সহজ প্রতিপক্ষ ছিল বাংলাদেশের। এখন পর্যন্ত টানা ৪ ম্যাচে হারের লজ্জা পাওয়া সাকিব আল হাসানের দলের লক্ষ্য ছিল ডাচদের বিপক্ষে ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াবে। কিন্তু সেই ম্যাচেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে এখন হারের শঙ্কায় রয়েছে বাংলাদেশ।

এর আগে ২৩০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের দুই ওপেনার মিলে সাবধানী শুরুর চেষ্টাও করেছিলেন। যদিও শেষ পর্যন্ত তা কাজে আসেনি। ইনিংসের পঞ্চম ওভারে আরিয়ান দত্তের বলে রিভার্স সুইপ করতে গিয়ে ব্যাটে বলে করতে পারেননি লিটন দাস। তবে বল তার গ্লাভসে লেগে উপরে উঠে গেলে সহজেই তা লুফে নেন উইকেটকিপার স্কট এডওয়ার্ডস। ১২ বলে ৩ রান করে ফিরলেন লিটন।

পরের ওভারে আউট হয়েছেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। লোগান ভ্যান বিকের গুড লেংথ ডেলিভারিতে পুল করতে গিয়ে এজ হয়ে উইকেটের পেছনে এডওয়ার্ডসের গ্লাভসে ক্যাচ দিয়েছেন। তরুণ এই বাঁহাতি ওপেনার আউট হয়েছেন ১৫ রানে। ১৯ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়া বাংলাদেশের হাল ধরতে পারেন নি মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত।

পল ভ্যান মেকেরিনের অফ স্টাম্পের অনেকটা বাইরের ফুল লেংথ ডেলিভারিতে ওপেন ব্যাটে খেলতে গিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ তুলে দিয়েছেন শান্ত। ব্যর্থতার বৃত্তে থাকা এই ব্যাটার ডাচদের বিপক্ষে ৯ রানের বেশি করতে পারেননি। আবারও ব্যর্থ সাকিব আল হাসান। মেকেরিনের লাফিয়ে উঠা লেংথ ডেলিভারিতে খোঁচা দিতে গিয়ে এডওয়ার্ডসের গ্লাভসে ক্যাচ দিয়েছেন ৫ রান করা বাংলাদেশের অধিনায়ক।

সাকিবের বিদায়ের পর আউট হয়েছেন এক প্রান্ত আগলে রাখা মিরাজও। বাস ডি লিডের বলের উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন ৩৫ রান করা এই ব্যাটার। টিকতে পারেননি মুশফিকুর রহিমও। মেকেরিনের বলে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়েছেন তিনি। ৭০ রানে ৬ উইকেট হারানোর পর খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন শেখ মেহেদী ও মাহমুদউল্লাহ। তবে রান আউটে কাটা পড়ে হতাশায় পুড়তে হয় মেহেদীকে। দ্রুত রান নিতে গিয়ে ডি লিডের দারুণ থ্রোতে ফিরে যেতে হয়েছে ১৭ রান করা এই ব্যাটারকে।

মেহেদী আউট হওয়ার পর চাপে পড়ে রান বের করতে গিয়ে ফিরে গেছেন মাহমুদউল্লাহ। ডি লিডের শর্ট লেংথ ডেলিভারিতে পুল করতে গিয়ে আউট হয়েছেন ২০ রান করা এই ব্যাটার। উইকেটে এখন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। এখনও জিততে হলে বাংলাদেশকে করতে হবে ১০৫ রান। হাতে মাত্র ২ উইকেট।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here