স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগের শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি। রোববার অ্যাস্টন ভিলাকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলো পেপ গার্দিওলার দল। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত দুই গোলে পিছিয়ে থাকার পর ইলকাই গিনদোয়ানের নৈপুণ্যে ব্যবধান কমায় সিটি। পরক্ষণে সমতা টানেন রদ্রি। এর পরপরই গিনদোয়ানের দ্বিতীয় গোলে শিরোপা ধরে রাখা নিশ্চিত হয় ম্যানচেস্টারের দলটির।
পিছিয়ে থাকা অবস্থায় হারের শঙ্কায় উদ্বিগ্ন ছিলেন ম্যান সিটির ফুটবলাররা। দলটির তারকা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনে জানান, ‘আমরা হয়তো কয়েকবার ঘাবড়ে গিয়েছিলাম, এমন পরিস্থিতিতে এটাই স্বাভাবিক। তবে আমরা যতটা সম্ভব শান্ত থাকার চেষ্টা করেছিলাম, কিন্তু কখনও কখনও এটি কিছুটা উদ্বেগের ছিল।’
ডি ব্রুইনে আরো বলেন, ‘স্কোরলাইন ২-১ হওয়াটা পুরো পরিস্থিতি বদলে দিয়েছিল। স্টেডিয়াম, পরিবেশ, খেলোয়াড়দের মনোভাব বদলে গিয়েছিল। সেখান থেকে আমরা কখনও পেছনে ফিরে তাকাইনি।’
৩৮ ম্যাচ থেকে ৯৩ পয়েন্ট সংগ্রহ করে শিরোপা জিতে ম্যানসিটি। অন্যদিকে সমান ম্যাচ থেকে ৯২ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয় লিভারপুল। শেষ ম্যাচে তারা ৩-১ গোলে হারিয়েছে উলভসকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০