স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ দারুণ এক জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা দলকে জেতালেন ডেভিড মিলার। নেদারল্যান্ডসের বিপক্ষে হারের শঙ্কা থেকে দক্ষিণ আফ্রিকা ঘুরে দাঁড়িয়ে জিতেছে ৪ উইকেটে।
নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ধুঁকতে ধুঁকতে ২০ ওভারে ৯ উইকেটে ১০৩ রান করে নেদারল্যান্ডস। এই রান তাড়া করতে নেমে ১২ রানে ৪ উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা! সেখান থেকে দলকে জয়ের পথ দেখান মিলার।
রান তাড়ায় নেমে প্রথম বলেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি কক পড়েন রানআউটের ফাঁদে। পরের ওভারে রিজা হেনড্রিকসকে (১০ বলে ৩) বোল্ড করেন লগান ফন বিক। তৃতীয় ওভারে আরও এক উইকেট হারায় প্রোটিয়ারা। এবার ভিভিয়ান কিংমার লেগ সাইডে বেরিয়ে যাওয়া বলে ব্যাট ছুঁইয়ে উইকেটরক্ষকের ক্যাচ হন অধিনায়ক এইডেন মার্করাম (৩ বলে ০)। এরপর হেনরিখ ক্লাসেন (৭ বলে ৪) হন কিংমার দ্বিতীয় শিকার।
১২ রানে ৪ উইকেট হারিয়ে রীতিমত ধুঁকছিল প্রোটিয়ারা। সেখান থেকে দলের হাল ধরেন ত্রিস্তান স্টাবস আর মিলার। পঞ্চম উইকেটে ৭২ বলে ৬৫ রান যোগ করেন তারা। ৩৭ বলে ৩৩ রানের ইনিংস খেলা স্টাবসকে আউট করে এই জুটিটি শেষ পর্যন্ত ভাঙেন বেস ডি লিডে। তবে মিলার দায়িত্ব নিয়ে খেলে ম্যাচ শেষ করে এসেছেন। ৫১ বলে ৩ চার আর ৪ ছক্কায় ৫৯ রানে অপরাজিত থাকেন তিনি। ডাচদের পক্ষে কিংমা ও ফন বিক ২টি করে উইকেট শিকার করেন। একটি উইকেট শিকার করেন ডি লিডে।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বার্টম্যান-নরকিয়া-জানসেনদের পেস আক্রমণে দিশেহারা হয়ে পড়েছিল নেদারল্যান্ডস। ১৭ রানে ৩ আর ৪৮ রানে ৬ উইকেট হারিয়ে বসে তারা। সেখান থেকে সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট আর লগান ফন বিকের ৪৫ বলে ৫৪ রানের জুটিতে মান বাঁচায় ডাচরা। এঙ্গেলব্রেখট ৪৫ বলে করেন ৪০, ফন বিক ২২ বলে ২৩। শেষ পর্যন্ত ৯ উইকেটে নেদারল্যান্ডস তোলে ১০৩ রান। ওটেনিস বার্টম্যান মাত্র ১১ রানে নেন ৪টি উইকেট। দুটি করে উইকেট শিকার মার্কো জানসেন আর অ্যানরিচ নরকিয়ার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post