স্পোর্টস ডেস্ক:: মুস্তাফিজুর রহমানের এবারের আইপিএল হারে শুরু হলো। শুরুর তিন ম্যাচ বসে থাকা মুস্তাফিজ চতুর্থ ম্যাচে একাদশে সুযোগ পান। বল হাতে খুব একটা সুবিধা করতে পারেননি। নিয়েছেন এক উইকেট। তার দল দিল্লি ক্যাপিটালস মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরেছে ৬ উইকেটের বড় ব্যবধানে। টানা চার হার নিয়ে মাঠ ছাড়তে হলো দিল্লিকে।
বাংলাদেশের তারকা পেসার ৪ ওভার বল করে ৩৮ রান দিয়েছেন। নিয়েছেন একটি উইকেট। ২ ওভার বল করে ৩০ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন মুকেশ কুমার। চার্টার্ড বিমানে দলের সঙ্গে যোগ দেওয়া মুস্তাফিজুর রহমান শুরর তিন ম্যাচে একাদশে সুযোগ পাননি। চতুর্থ ম্যাচে সুযোগ পেলেও হার এড়াতে পারেননি।
আগে ব্যাট করা দিল্লি ১৭২ রানে তুলেছিলো। জবাবে ব্যাট করতে নামা মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মার হাফ সেঞ্চুরিতে চার উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে।
টস হেরে ব্যাট করতে নামা দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও অক্ষর প্যাটেলের ব্যাটে ১৯.৪ ওভারে ১৭২ রানে অলআউট হয়। ইনিংস সর্বোচ্চ ৫৪ রান করেন অক্ষর প্যাটেল। চার চার ও পাঁচ ছক্কায় ২৫ বলে সাজার নিজের ইনিংসটি। ওপেনার ওয়ার্নার ছয় চারে ৪৭ বলে করেন ৫১ রান। ২৬ রান আসে মানিশ পান্ডিয়ার ব্যাট থেকে। ১৫ রান করেন পৃথ্বীশো। এক অঙ্কের কোটা পেরুতে পারেননি অন্য কোনো ব্যাটার।
মুম্বাইয়ের হয়ে পিচুষ চাওলা ৩টি উইকেট লাভ করেন।
১৭৩ রানের টার্গেটে খেলতে নামা মুম্বাই ইন্ডিয়ান্স দুই ওপেনার রোহিত শর্মা ও ইষাণ কৃষাণের ব্যাটেই পায় ৭১ রানের জুটি। ছয় চারে ২৬ বলে ৩১ রান করে সাজঘরে ফিরেন কৃষাণ। অধিনায়ক রোহিত শর্মা ফিফটি হাঁকিয়ে চতুর্থ উইকেটে প্যাভেলিয়নের পথ ধরেন। ৪৫ বলে ৬৫ রানের ইনিংসে তিনি ছয়টি চার ও চারটি ছক্কা হাঁকিয়েছেন তিনি। ৪১ রান করেছেন তালকা বার্মা। টিম ডেভিড ১৩ ও ক্যামেরন গ্রিন ১৭ রানে অপরাজিত থাকেন। চার উইকেট হারিয়ে শেষ ওভারে জয় নিশ্চিত করে দলটি।
দিল্লির হয়ে মুকেশ কুমার ২টি ও মুস্তাফিজ ১টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post