নিজস্ব প্রতিবেদক:: অনেক আশা-প্রত্যাশা নিয়ে বিপিএলের একাদশতম আসর শুরু করেছিলো সিলেট স্ট্রাইকার্স। সেই স্বপ্ন ফিকে হয়েছে বহু আগেই। তবুও স্ট্রাইকার্সদের আশা ছিলো শেষটা জয়ে করবে। সেটাও হলো না। চিটাগাং কিংসের কাছে ৯৬ রানের বিশাল ব্যবধানে হেরে বিপিএলের এবারের আসর শেষ করেছে সিলেট।
মিরপুরের হোম অব ক্রিকেটে আগে ব্যাট করা চিটাগাং খাজা নাফে ও অধিনায়ক মোহাম্মদ মিঠুনের জোড়া হাফ সেঞ্চুরিতে ১৯৬ রান তুলেছিলো। জবাবে ব্যাট করতে নামা সিলেট স্ট্রাইকার্স শরিফুল-খালেদের আগুনে বোলিংয়ে ১০০ রানেই গুটিয়ে যায়।
টস হেরে ব্যাট করতে নামা চিটাগাংকে শুরুতে চেপে ধরেছিলো সিলেট। দলীয় ৩ রানে প্রথম উইকেটে ১ রান করা ওপেনার ইমন ও দলীয় ১৭ রানে ১ রান করা গ্রাহাম ক্লার্ককে তুলে নিয়ে দারুণ শুরু করে সিলেট। তবে তৃতীয় উইকেটে খাজা নাফে ও নাঈমের ৯৬ রানের জুটিতেই চিটাগাং কিংস আট উইকেটে ১৯৬ রান তুলে ফেলে। দুই হাফ সেঞ্চুরিয়ান নাফে ও নাঈম দু’জনেই ৫২ রানের ইনিংস খেলেন। পাঁচ ছক্কা ও এক চারে ৩০ বলে নিজের ইনিংসটি সাজান নাফে। নাঈম ৩৮ বলের ইনিংসে দুই চার ও তিন ছক্কা হাঁকিয়েছেন। চার চার ও দুই ছক্কায় ২৩ বলে ৩৮ রান করেছেন ইমন। দু’টি করে চার ও ছক্কায় ১৩ বলে ২৩ রানে অপরাজিত থেকেছেন খালেদ।
সিলেটের হয়ে তানজীম সাকিব ৩টি, রুহেল ও সামিউল্লাহ দু’টি করে উইকেট লাভ করেন।
১৯৭ রানের টার্গেটে খেলতে নামা সিলেট স্ট্রাইকার্স খালেদ ও শরিফুলের আগুনে বোলিংয়ে ১৫.২ ওভারে মাত্র ১০০ রানে অলআউট হয়ে যায়। পুরো টুর্নামেন্ট জুড়ে হতাশায় ভুগা সিলেট স্ট্রাইকার্সের ব্যাটসম্যানরা শেষ ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ১৯ রান করেন জাকির হাসান। ১২ বলের ইনিংসে তিনটি চার ও দু’টি ছক্কা হাঁকান তিনি। ২৩ বলে ১৭ রান করেন জাকের আলী। ১২ বলে ১৭ রান করেন রনি তালুকদারও। ১৪ রান করেন নাহিদুল। ১১ রানে আরিফুলের ব্যাট থেকে।
চিটাগাং কিংসের হয়ে শরিফুল ৩.২ ওভারে ৫ রানে চারটি, খালেদ ৩ ওভারে ৩১ রানে চারটি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০