স্পোর্টস ডেস্কঃ আইপিএলের ‘এল ক্লাসিকো’-য় চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুস্তাফিজুর রহমান-মাহেন্দ্র সিং ধোনীদের চেন্নাইয়ের কাছে মুম্বাইকে হারতে হয়েছে ২০ রানে। রোববার দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামা চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ও শিবম দুবের ফিফটি আর ধোনির শেষের তাণ্ডবে তুলেছিল ২০৬ রান। জবাবে রোহিত শর্মার আইপিএল ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরির পরও ৬ উইকেট হারিয়ে ১৮৬ রানে আটকে গেছে মুম্বাই।
এই ম্যাচে মাঠের পারফরম্যান্সে বিবর্ণ ছিলেন মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। বোলারদের ব্যবহার, বিকল্প পরিকল্পনা না থাকা নিয়ে তীব্র সমালোচনায় পড়েছেন তিনি। নিজে বল হাতে ২ উইকেট নিলেও ৩ ওভারে তিনি দেন ৪৩ রান। এরমধ্যে শেষ ওভারেই তিনি দেন ২৬ রান। যা ম্যাচের তফাৎ করে দেয়। এরপর ব্যাট হাতে ৬ বলে করেন মাত্র ২ রান। চেন্নাইয়ের ইনিংসের শেষ ওভারে হার্দিকের বিপক্ষে ব্যাট করে ৩ ছক্কা হাঁকান ধোনী। যা নিয়ে বেশ সমালোচনা হচ্ছে হার্দিককে নিয়ে। তবে মুম্বাই অধিনায়কের পাশে দাঁড়াচ্ছেন ক্যারিবিয়ানদের সাবেক ক্রিকেটার কাইরন পোলার্ড।
পোলার্ড বলেন, ‘আমি জানি না হার্দিকের আত্মবিশ্বাস ধাক্কা খাবে কিনা। তবে ও নিজের খেলার ব্যাপারে খুব আত্মবিশ্বাসী। সব সময়ই চেষ্টা করছে খেলার উন্নতি করার। দিন তো ভালো, খারাপ যায়। কিছু করার থাকে না। দিনের শেষে ক্রিকেট দলীয় খেলা, এখানে একজনের কিছু করার থাকে না। আমি অত্যন্ত বিরক্ত একজনের দিকে আঙুল ওঠায়। সব দোষ ওর কখনও হতে পারে না। এই একজন ব্যক্তি যখন আর ছয় সপ্তাহ পরে দেশের জার্সি গায়ে মাঠে নামবে তখন সকলে ওর জন্য গলা ফাটাবে, সমর্থন করবে। তাই এবার সময় এসেছে ওর পাশে দাঁড়ানোর। যাতে ভারতের অন্যতম সেরা অলরাউন্ডারের পারফরমেন্সের উন্নতি হয়। সকলের উচিত ওর পাশে দাঁড়ানো। ভালো ব্যাট করতে পারে, ভালো বোলিং করতে পারে। একটা এক্স ফ্যক্টর রয়েছে হার্দিকের মধ্যে। আমি আশা করব, সবার মুখে ওর প্রশংসা শুনবো যখন হার্দিক নিজের শ্রেষ্ঠ পারফরমেন্স দেবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post