স্পোর্টস ডেস্কঃ আইপিএলের ‘এল ক্লাসিকো’-য় চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুস্তাফিজুর রহমান-মাহেন্দ্র সিং ধোনীদের চেন্নাইয়ের কাছে মুম্বাইকে হারতে হয়েছে ২০ রানে। রোববার দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামা চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ও শিবম দুবের ফিফটি আর ধোনির শেষের তাণ্ডবে তুলেছিল ২০৬ রান। জবাবে রোহিত শর্মার আইপিএল ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরির পরও ৬ উইকেট হারিয়ে ১৮৬ রানে আটকে গেছে মুম্বাই।
এই ম্যাচে মাঠের পারফরম্যান্সে বিবর্ণ ছিলেন মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। বোলারদের ব্যবহার, বিকল্প পরিকল্পনা না থাকা নিয়ে তীব্র সমালোচনায় পড়েছেন তিনি। নিজে বল হাতে ২ উইকেট নিলেও ৩ ওভারে তিনি দেন ৪৩ রান। এরমধ্যে শেষ ওভারেই তিনি দেন ২৬ রান। যা ম্যাচের তফাৎ করে দেয়। এরপর ব্যাট হাতে ৬ বলে করেন মাত্র ২ রান। চেন্নাইয়ের ইনিংসের শেষ ওভারে হার্দিকের বিপক্ষে ব্যাট করে ৩ ছক্কা হাঁকান ধোনী। আর এই ছক্কাগুলো নিয়েই বেশ সমালোচনা হচ্ছে বিপক্ষের বিপক্ষে। স্টার স্পোর্টসের আলোচনায় সাবেক ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার কঠোর সমালোচনা করেন ওই ওভারের।
সুনীল বলেন, ‘এক ছক্কা ঠিকাছে, পরেরটা আবার লেন্থ বল যখন আপনি দেখছেন ব্যাটার লেন্থ বলের অপেক্ষা করছে মারার জন্য। তৃতীয় বলে আপনি আবার লেগ স্টাম্পে উপর ফুলটস দিলেন ছক্কার জন্য। একদমই সাধারণ মানের বোলিং, সাধারণ মানের অধিনায়কত্ব। আমি বিশ্বাস করি চেন্নাইকে ১৮৫ থেকে ১৯০ এর মধ্যে আটকে রাখা যেত।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post