হার্শার চোখে বাংলাদেশের দলের সেরা খেলোয়াড় লিটন দাস

0
80

স্পোর্টস ডেস্কঃ বাজে সময় পেছনে ফেলে নিজের জাত চেনাচ্ছেন লিটন দাস। দিনে দিনে বড় ক্রিকেটার হয়ে উঠছেন এই ডানহাতি ক্রিকেটার। দৃষ্টিনন্দন ব্যাটিংয়ে রানের ফোয়ারা ছুটিয়েছেন। যদিও এখন পর্যন্ত এত বড় কিছু করতে পারেননি দলগত পারফম্যান্স ভালো না হওয়ায়। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেকে প্রমাণের বড় মঞ্চ পাচ্ছেন লিটন দাস।

সেখানে ভালো করতে পারলেও, দলও উন্নতি করলে ভালো কিছুই হবে আশা করা যাচ্ছে। তবে অধিনায়ক সাকিব আল হাসানকে পেছনে ফেলে লিটনকে সেরা মানতে বাঁধা আছে অনেকেরই। কিন্তু সেই জায়গায় ব্যতিক্রম ভারতের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে। টি-টোয়েন্টিতে বর্তমানে বাংলাদেশ দলের সেরা খেলোয়াড় হিসেবে লিটনকেই বেঁছে নিয়েছেন তিনি।

এর পেছনে কারণও ব্যাখ্যা করেছেন হার্শা ভোগলে। এছাড়া তিনি জানিয়েছেন, ওপেনিং পজিশন থেকে কেন নিচে নামানো হয়েছে তাকে এর কারণ খুঁজে পাচ্ছেন না। দলের সেরা খেলোয়াড়কে উপরের দিকেই খেলাতে চান তিনি।

হার্শা ভোগলে বলেন, ‘সত্যি বলতে আমি বিশ্বাস করি, এখন টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা খেলোয়াড় লিটন দাস। আমার ভাবনাতে নেই, কেন লিটনকে তার পজিশন থেকে নিচে নামিয়ে দিলো তারা। টপ অর্ডার থেকে কেন অন্য কোথাও সরিয়ে নেওয়া হলো! সে তো টি-টোয়েন্টির সেরা ব্যাটার। বাংলাদেশ থেকে আমি লিটন দাসকে বেছে নেবো।’

সাকিবকে নয় কেন, সেই ব্যাখ্যা প্রসঙ্গে হার্শা বলেন, ‘আমি সাকিবের নামকে মেনশন না করি কীভাবে! আমি সবসময়ই আমার দলে সাকিবকে রাখি। আমার মনে হয় টি-টোয়েন্টিতে আপনি যখন সাকিবের কথা বলবেন, তখন আপনাকে দেখতে হবে সে কিভাবে ব্যাটিং করে, ইনজুরি-ভ্রমণক্লান্তি এবং সে কতটা ম্যাচ খেলছে। আমার মনে হয় না ১২ থেকে ১৪ মাস আগে সাকিব যেমন ছিল, এখন তেমনই আছে। ১২ /১৪ কিংবা ২০ মাস আগে হলেও, আমি ভুল প্রমাণিত হতাম নিশ্চিত করেই।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here