হার এড়ানোর জন্য নিজেদেরকে সংশোধন করে নিচ্ছেন সাকিব

0
15

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড সিরিজ টাইগাররা হেরে গেছে অপ্রত্যাশিত ভাবে। প্রথম ম্যাচটি জয়ের খুব কাছে গিয়েও জেতা হয়নি বাংলাদেশের। তৃতীয় ম্যাচটি জয়ের আশা জাগিয়ে হতাশা হয়েছে টিম বাংলাদেশ। এবার তাই আর সামনে কোন ভুল করতে চান না।

নিজেদের ভুল শুধরে সামনের সব হার এড়াতে সাকিবরা।  টানা সাত  সিরিজ জেতার দ্বারপ্রান্ত থেকে ফিরে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে দারুণ লড়াই করে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে হেরে গেছে মাশরাফি বাহিনী। হেরে যাওয়া সিরিজে যেটুকু ভুল হয়েছে তা সংশোধন করেই আবার নতুনভাবে ফিরতে চান দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সাকিবের ভ্যারিফাইড পেজে সাকিব লিখেছেন সেই ভুল সংশোধন করে ফেরার কথা।

সাকিব লিখেছেন, ‘নিজেদের সংশোধন করে নিচ্ছি যেন সামনে আর কখনো হার মানতে না হয়।’ সাথে ইংরেজিতে লিখেছেন, ‘লার্নিং ইট হার্ড ওয়ে টু বেটার’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here