স্পোর্টস ডেস্কঃ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারল বাংলাদেশ। আগে ব্যাট করে ভারত বড় পুঁজি পায়। রান তাড়ায় বাংলাদেশ হেরেছে ৮৪ রানের বিশাল ব্যবধানে। আগামী ২২ জানুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে লাল-সবুজের দল।
আগে ব্যাট করে বাংলাদেশকে ২৫২ রানের লক্ষ্য দেয় ভারতের যুবারা। জবাবে ব্যাট করতে নেমে ৪৫.৫ ওভারে ১৬৭ রান করে অলআউট হয় বাংলাদেশ। ২৫৩ রানের লক্ষ্যে নেমে শুরুটা ভালোই করেছিলেন দুই বাংলাদেশি ওপেনার। প্রথম ৬ ওভারে কোনও বিপদ ছাড়াই পার করেন শিবলি-জিসান জুটি। ৭ম ওভারে ১৪ রান করা জিসানকে ফেরান রাজ লিম্বানি। এরপরই তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে বাংলাদেশের টপ অর্ডার। ১২ রানের মাঝেই পড়ে আরও তিন উইকেট। ৫০ রানে ৪ উইকেট হারিয়ে রীতিমত ধুঁকছিল বাংলাদেশ।
এরপর আরিফুল ইসলাম ও শিহাব জেমস মিলে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে দলীয় ১২৭ রানে ব্যক্তিগত ৪১ রান করে মুশির খানের শিকার হন আরিফুল। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ফিফটি তুলে নিয়ে ৭৭ বলে ৫৪ রান করে ফিরে যান শিহাব। শেষ পর্যন্ত ৪৫.৫ ওভারে ১৬৭ রানে অলআউট হয় বাংলাদেশের যুবারা। ভারতের পক্ষে সাওমি পান্ডে নেন ৪টি উইকেট।
এর আগে টস জিতে প্রথমে বল হাতে নামা বাংলাদেশ প্রতিপক্ষের দলীয় ৩১ রানের মাথাতেই তুলে নেয় দুটি উইকেট। ভারত শিবিরে প্রথম আঘাত হানেন মারুফ মৃধা। ৭ রান করা আর্শিন কুলকার্নিকে বিদায় করেন এই পেসার। দ্বিতীয় আঘাতটাও আনেন মারুফ। এবার ফিরিয়ে দেন মুশের খানকে। কিন্তু এর পরেই ঘুরে দাঁড়ায় ভারত। আদর্শ সিংহ ও উদয় শাহারন মিলে গড়ে তুলেন শক্ত জুটি। এই জুটিতেই বড় পুঁজির ভিত পেয়ে যায় ভারত।
শেষ পর্যন্ত এই জুটি ভাঙলেও ভারতের রানের গতি নিয়ন্ত্রণে আনতে পারেনি বাংলাদেশ। পাঁচ উইকেট তুলে নেওয়া মারুফও পারেননি লাগাম টানতে। নির্ধারিত ওভারে ভারত থামে ২৫১ রানে। ৬৪ রান করেছেন অধিনায়ক উদয় শাহারন। যা সাজানো ছিল ৯৪ বলে চার বাউন্ডারি দিয়ে। মাঝে তিনটি ছোট ছোট ইনিংস খেলেন প্রিয়াংশু (২৩), অভয়নিশ (২৩) এবং শচীন (২৬)। বাংলাদেশের পক্ষে ৫ উইকেট নেন মারুফ মৃধা। ১টি করে উইকেট নেন রোহানাত দৌলা বর্ষণ ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post