স্পোর্টস ডেস্কঃ চলতি আইপিএল থেকে বিদায় ঘণ্টা বেজে গেল দিল্লি ক্যাপিটালসের। শনিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ৯ রানে হেরে যায় ডেভিড ওয়ার্নারের দল। আগে ব্যাট করে ১৯৮ রানের বড় পুঁজি পায় হায়দ্রাবাদ। জবাবে ব্যাট করতে নেমে ১৮৮ রানে থেমে যায় দিল্লির ইনিংস।
অরুণ জেটলি স্টেডিয়ামে অলরাউন্ড পারফরম্যান্স করেছেন দিল্লির অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ। ব্যাট এবং বল হাতে তাঁর অনবদ্য পারফরম্যান্স সত্ত্বেও ম্যাচ জিততে পারেনি দিল্লি। প্রথমে বল হাতে ৪ উইকেট নেন মার্শ। এরপর ব্যাট হাতে করেন ঝড়ো ফিফটি। ৬ ছক্কা ও ১ চারে ৩৯ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেন এই ডানহাতি।
মার্শের এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও ম্যাচ হেরেছে দিল্লি। আর হার মানতেই পারছেন না অজি ক্রিকেটার। মার্শ বলেন, ‘আমার কয়েকটা ম্যাচ লেগেছে ছন্দে ফিরতে। তবে দিনের শেষে এই হারটা আমাদের সবার কাছে খুবই হতাশাজনক। সল্টের (ফিল) সঙ্গে আমার জুটি খুব ভালো ছিল। তবে ম্যাচটা জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।’
মার্শ আরো বলেন, ‘এই ম্যাচ থেকে আমরা ভালো কিছু পেয়েছি। এই আসরে আমরা বেশ কিছু ক্লোজ ম্যাচ হেরেছি। কিছু ম্যাচের ফলাফল আমাদের একেবারে বিপক্ষে গেছে। তবে আমরা এটাও মনে করি যে, এখনো অনেক সুযোগ রয়েছে। অনেকগুলো ম্যাচ বাকি আছে। এই টুর্নামেন্ট দীর্ঘ টুর্নামেন্ট। তবে আমাদের এখন থেকেই ম্যাচ জয়ের অভ্যাস করে নিতে হবে। এখন থেকেই ম্যাচ জিততে হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০