স্পোর্টস ডেস্কঃ ২০২৪ ইউরো বাছাইয়ে নরওয়েকে দ্বিতীয় লেগেও হারাল স্পেন। তাতে ইউরোর মূল পর্বে উঠল সাবেক ইউরো চ্যাম্পিয়নরা। স্পেনের জয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের টিকেট নিশ্চিত হয়ে গেছে স্কটল্যান্ডেরও। বাদ পড়েছে আর্লিং হালান্ডদের নরওয়ে।
নরওয়ের ওসলোতে স্পেনের জয় ১-০ গোলে। গত কাতার বিশ্বকাপেও মূল পর্বে খেলা হয় নি নরওয়েজিয়ানদের। এবার ইউরোয়ও খেলা হচ্ছে না হালান্ডদের। ক্লাব ফুটবলে একের পর এক রেকর্ড গড়ে যাওয়া উঠতি এই তারকাকে আরেকটি বৈশ্বিক আসরে মিস করবে ফুটবল ভক্তরা।
৬ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে সাবেক চ্যাম্পিয়ন স্পেন। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে স্কটল্যান্ড। শেষ হয়ে গেল নরওয়ের আশা। সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তিনে আছে তারা। স্পেনের বিপক্ষে ড্র করলে মূল পর্বে ওঠার লড়াইয়ে টিকে থাকতো নরওয়ে। তবে জোর চেষ্টা করেও পারে নি গোল দিতে।
৪৯তম মিনিটে এগিয়ে যায় স্পেন। প্রথম দুটি শট প্রতিহত হওয়ার পর বক্সে ফাঁকায় বল পান গাভি। প্রথম ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে নিয়ে নিচু শটে কাছের পোস্ট দিয়ে গোলটি করেন তরুণ এই মিডফিল্ডার। এর আগে প্রথমার্ধের যোগ করা সময়ে মাঝমাঠ থেকে বল পায়ে দারুণ ক্ষিপ্রতায় বক্সে ঢুকে পড়েও গোল পান নি হালান্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post