স্পোর্টস ডেস্কঃ এফএ কাপের ম্যাচে লুটন টাউনকে ৬-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। আর্লিং হালান্ডের পাঁচ গোল ছাড়া সিটির হয়ে অন্য গোলটি করেছেন মাতেও কোভাকিচ। হালান্ডের পাঁচ গোলের চারটিতেই অ্যাসিস্ট করেছেন কেভিন ডি ব্রুইনা।
কিছুদিন আগে চোট কাটিয় ফেরা হালান্ডের সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো যাচ্ছিল না। তবে লুটন ম্যাচে জ্বলে ওঠেন তিনি। গত মৌসুমে সিটির অসাধারণ সাফল্য ও অপ্রতিরোধ্য পারফরম্যান্সের মূলে ছিল ডি ব্রুইনের সঙ্গে তার রসায়ন। স্কোরশিটে নাম না থাকলেও ম্যাচের নায়কদের একজন ছিলেন ডি ব্রুইনে। হালান্ডের প্রথম ৪টি গোলেই সহায়তা করেন সিটির মাঝমাঠের এই প্রাণভ্রোমরা।
হালান্ডের কণ্ঠে তাই তৃপ্তির ছাপ। তিনি বলেন, ‘ডি ব্রুইনে অসাধারণ। সেটাই করছে সে, যেটা সবচেয়ে ভালো পারে। তার সঙ্গে খেলতে পারাটা সন্তুষ্টির। আমরা খুব ভালো করেই জানি পরস্পরের কাছ থেকে কী চাই। আমরা স্রেফ একে অপরের দিকে তাকাই এবং খুব ভালোভাবে জমে ওঠে এটা।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post